সুপ্রিয় বন্ধুরা, ২০১১ সাল হল চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪১ সালে ইয়ানআনে প্রচারিত প্রথম কন্ঠ থেকে এখন ৬১টি ভাষায় সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সিআরআই ডিএস্ক থেকে এফএম, বেতার থেকে ওয়েবসাইট ও বৈদেশিক বেতার থেকে আন্তর্জাতিক বেতারে গভীরভাবে পরিবর্তিত হয়েছে।

৭০ বছরে সিআরআই বহু মুগ্ধকর ও হৃদয় ছোঁয়া গল্প উপহার দিয়েছে। অসংখ্য মানুষ সিআরআই'র সম্প্রচার শুনে চীনের পরিবর্তন সম্পর্কে বলেন, অসংখ্য সাহসি সাংবাদিক আন্তর্জাতিক ক্ষেত্রের পরিবর্তনের সংবাদ সংগ্রহ করেছেন এবং অসংখ্য শ্রোতা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছেন...

প্রশ্ন
পুরুস্কার
১.এবারের প্রতিযোগিতায় বিশেষ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভকারী শ্রোতা নির্বাচিত হবে। এর মধ্যে ১০জন বিশেষ পুরস্কার লাভকারী শ্রোতা থাকবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভকারীদেরকে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট এবং একটি স্মৃতি কার্ড প্রদান করা হবে
২. ১০জন বিশেষ পুরস্কার লাভকারী শ্রোতা ২০১১ সালের ডিসেম্বর মাসে চীনে এসে বিভিন্ন স্থান পরিদর্শন ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁরা সিআরআই পরিদর্শন ও পেইচিংয়ে ভ্রমণের মাধ্যমে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি ও বৈশিষ্ট্যময় আধুনিক সভ্যতাকে অনুভব করতে পারবেন।
চিত্র সংগ্রহ
যদি আপনি চ্চিত্র বা হাতের শিল্পের মাধ্যমে আপনার মনের সিআরআই পরিদর্শন করতে ও সিআরআইকে অভিনন্দন জানতে চান, তাহলে আমাদেরকে আপনার নিজে আঁকার চ্চিত্র ছবি তুলে আমাদেরকে পাঠাবেন

ইমেল ঠিকানা: ben@cri.com.cn

চিঠি পাঠানোর ঠিকানা: Bengali Section (CRI-11), China Radio International, P.O. Box: 4216, Beijing-100040, China

প্রশ্নের উত্তর
v যে সব বন্ধুদের সাথে কখনো দেখা হয় নি
v ইয়ানআন বেতার থেকে আপনার শহরের সিআরআই'র এফএমে পরিবর্তন
v সিআরআই হচ্ছে চীনের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের বাহক
আরো>>
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040