
৫০ বছর পর, অতীতকালের ক্রীতদাসরা চলমান এখন সত্যিকারের একজন মালিকে পরিণত হয়েছে। তাদের বয়স বেশি হলেও তিব্বতের উন্নয়নে নিজেদের অবদান রাখছে। তিব্বতের রাজধানী লাসা শহরের ছেং কুয়ান জেলার ' সিয়া সা সু' কমিউনিটির পাড়া কমিটির সদস্য ইয়াশে ব্লো গ্রস হচ্ছেন পুরানো তিব্বতে মালিকদের উদ্যানে কাজ করা একজন ক্রীতদাস। এখন ৭৩ বছর বয়সী ইয়াশে ব্লো গ্রস চীনের জাতীয় গণ কংগ্রেসের ছেং কুয়ান জেলার গণ প্রতিনিধি নির্বাচিত হন। তিন বছর ধরে তিনি শহর ব্যবস্থাপনা ও গঠন, স্বাস্থ্য এবং জিবিকাসহ বিভিন্ন সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রস্তাব দাখিল করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:

" অতীতকালের তিব্বত আমি স্পষ্টভাবেই বুঝতে পারতাম। সে সময় আমাদের জন্য কোন অধিকার ছিল না। তবে এখন আমি অধিকার পেতে সক্ষম হয়েছি। আমার উপস্থাপিত সকল প্রস্তাব ইতোমধ্যেই কার্যকর হয়েছে। যেমন বসতবাড়ি , দূষণমুক্ত পানি এবং সড়কসহ বিভিন্ন সমস্যা জর্জরিত কিছুই সব সমাধান করা হচ্ছে। আমার এখন অনেক খুশি লাগছে"।
১৯৫৯ সালের ২৮ মার্চ গণতান্ত্রিক সংস্কার পুরানো তিব্বতের সামন্ততান্ত্রিক ক্রীতদাস প্রথা বাতিল হয়ে যায়। ব্যাপক জনসাধারণের চাহিদা অনুযায়ী ২০০৯ সালের ১৯ জানুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নবম গণ প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রতি বছরের ২৮ মার্চকে তিব্বতের লাখ লাখ ক্রীতদাসের মুক্তির স্মরণ দিবস হিসেবে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে ৫০ বছর আগের পুরানো তিব্বতে গণতান্ত্রিক সংস্কারকে স্মরণ করা যায়। এ সম্পর্কে চীনের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির তিব্বত স্বায়ত্তশাসিত আঞ্চলিক কমিটির পরিচালক লিয়ে ছুয়ে বলেন:

"তিব্বতের লাখ লাখ ক্রীতদাসের মুক্তির স্মরণ দিবসটি নির্ধারণ করা, যা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জনসাধারণের জন্য বেশ গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এর ফলে ব্যাপক তিব্বতী জনগণ আরো বেশি সমাজতান্ত্রিক নতুন তিব্বতকে অনুভব করবেন"।
গণতান্ত্রিক সংস্কার চালুর পর তিব্বতের সামাজিক অর্থনীতি এবং জনসাধারণের জীবন-যাত্রাসহ বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তন সম্পর্কে ই সি লুও চুই অনেক প্রশংসা করেন।
গণতান্ত্রিক সংস্কারের পর গত ৫০ বছরে তিব্বতী জনসাধারণ দারিদ্র্যতা দূর করে সুখে ও শান্তিতে দিনে কাটাচ্ছে। আজকের তিব্বত একটি নতুন ঐতিহাসিক পর্যায়ে উঠে এসেছে । এ সব কিছুই কেন্দ্রীয় সরকারের ফসল।--ওয়াং হাইমান 1 2 |