তার নাম সিয়াও হুং । তিনি তিব্বতের লিন চি এলাকার মি লিন জেলার নান ই খা পা জাতির মহকুমা থেকে এসেছেন । তার বাড়ি তিব্বতের ইয়ালুজাম্বু নদীর তীরে অবস্থিত একটি মনোরম স্থান । সেখানে সবচেয়ে বেশি খা পা জাতির লোক বসবাস করেন । সিয়াও হুংয়ের বাড়িতে প্রায়ই দেখা যায় যে , পাহাড়গুলো সাদা সাদা তুষারে আচ্ছন্ন রয়েছে , নদীর দুই পাশে নানা ধরণের ফুল ফুটছে এবং সর্বত্রই গরু ও ভেড়ার দল ঘাস খাচ্ছে ।

তিব্বতী ভাষায় খা পার অর্থ দক্ষিণাংঞ্চলের লোক । চীনে খা পা জাতির লোকসংখ্যা সবচেয়ে কম । তাদের সংখ্যা তিন হাজারেরও কম । তার আদিবাসীরা হাজার হাজার বছর আগে হিমালয় পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত আদি জংগলে বসবাস করতেন । তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির আগে খা পা জাতির লোকেরা সামন্ত সমাজের শেষ পর্যায়ে থাকতেন ।

একটি ফটোর সামনে সিয়াও হুং দাঁড়িয়ে রইলেন । তিনি আনন্দের সংগে আশেপাশের লোকদের বলেন , ফটোটিতে যে জায়গা স্থান পেয়েছে , তা তার দেশের বাড়ি ।

1 2 3 |