চুং সিন সংস্থার খবরে প্রকাশ, চীনের একমাত্র নারী গভর্নর ----চীনের ছিং হাই প্রদেশের গভর্নার সুং সিউ ইয়ান ২রা মার্চ পুরনায় জানিয়েছেন যে, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া এবং জি.ডি.পি'র প্রবৃদ্ধির হার ধীর গতি হওয়া সত্ত্বেও পার্তব্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করতে হবে।
ছিং হাই প্রদেশ ইয়াংশী , হুয়াং হো এবং লান ছাংসহ এ তিনটি নদীর উত্পত্তিস্থলে অবস্থিত। যা হচ্ছে চীনের পার্তব্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। এ তিনটি নদীর উত্সস্থলের সুরক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার ইতোমধ্যেই ৭ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে।
লি সিউ ইয়ান বলেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ২০০৬ সাল থেকে ছিং হাই প্রদেশের তিনটি স্বায়ত্তশাসিত বিভাগ জি.ডি.পি'র ওপর আর পরীক্ষা-নিরীক্ষা করবে না। স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এখন এ তিনটি স্বায়ত্তশাসিত বিভাগের প্রধান দায়িত্বে পরিণত হয়েছে। এটিও " জি.ডি.পি'র প্রবৃদ্ধির ওপর নির্ভর না করা , উন্নত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। গতবছর ছিং হাই প্রদেশের আবাদী জমির আয়তন ছিল ৬ লাখ ৭৩ হাজার হেকটর। এ অঞ্চলের বজ্যপদার্থের মোট পরিমান ছিল কেন্দ্রীয় সরকারের নির্ধারিত লক্ষ্যের নীচে।
তিনি আরো বলেন, এ বছর এ তিনটি নদী অঞ্চলে বিমান বন্দর প্রতিষ্ঠিত হবে। যাতে স্থানীয় পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। তবে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ প্রদেশ উচ্চ পর্যায়ের পর্যটন শিল্প উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে নারী গভর্নর সুং সিউ ইয়ান বলেন, ছিং হাই প্রদেশের প্রাকৃতিক পরিবেশের ভিত্তি দুর্বল । তিনি আশা করেন, চীন সরকার ছিং হাই প্রদেশকে আরও বেশি আর্থিক সাহায্য প্রদান করবে।
এদিন একাদশতম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী ছিং হাই প্রদেশের এ নারী গভর্নর চীনের রাষ্ট্রীয় বন শিল্প ব্যুরোর মহাপরিচালক চিয়া চি পাংয়ের সঙ্গে একটি বন শিল্প সংক্রান্ত সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছেন।
এ স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় বন ব্যুরো ছিং হাই প্রদেশের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করবে।--ওয়াং হাইমান |