নতুন করে বাঁচতে শেখায় যে সিনেমা
2021-10-15 19:04:10

আমরা প্রত্যেকেই হারাতে ভয় পাই, কিন্তু বাস্তবতার সামনে সবচেয়ে ভালো পদ্ধতি হলো প্রতিটি মিনিট ও সেকেন্ডকে সমান ভাবে গুরুত্ব দেওয়া। দুটি ক্যান্সার আক্রান্ত পরিবার, তাদের কাছে জীবনের মানে কি ?
জীবনের কঠিন এই পরিস্থিতিতে তাদের অনুভুতির ও বেঁচে থাকার লড়াইয়ের  গল্প তুলে ধরা হয়েছে চীনের “এ লিটল রেড ফ্লাওয়ার ”সিনেমায়। উই ই হাং নামের এক কিশোরের ক্যান্সারে আক্রান্ত  হওয়ার পরে তার ও তার পরিবারের টিকে থাকার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি।
একটি পরিবারের সংগ্রামের গল্প কে দারুন ভাবে ফ্রেমে বন্দি করেছেন পরিচালক । দর্শকদের জন্য একটি আধ্যাত্মিক গাইড হিসেবেও কাজ করবে সিনেমাটি ।  
 
২০২০ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই রেকর্ড সংখ্যক আয় করে নেয়।  
সিনেমায় অভিনয়ের জন্য প্রথম গোল্ডেন ইলম ফ্লাওয়ার অ্যাওয়ার্ড লাভ করেন নবাগত অভিনেতা হাওসুয়েন লিউ। বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ