বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে
2021-10-13 19:33:42

বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে_fororder_2

অক্টোবর ১৩: তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে থাকায় বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরা যায়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে সংক্রমণ দু’সপ্তাহের বেশি ৫ শতাংশের নিচে থাকলেই করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে গণ্য করা হয়।

এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই নারী। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭ হাজার ৭১৩ জন। একই সময়ে ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৪৩ জন। সংক্রমণ হার আরও কিছুটা কমে দাঁড়িয়েছে ২.৩৫ শতাংশে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

নতুন ৭০১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৭.৫৫ শতাংশ।

মাহমুদ হাশিম/শান্তা