শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
2021-10-11 17:19:44

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা_fororder_2

অক্টোবর ১১: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা আলাদা শুভেচ্ছা বার্তায় তারা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রয়েছে এবং দেশের সকল মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

এদিকে, মহাষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে রাজধানীর বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় মহাষষ্ঠী পূজা। আজ দেবী দুর্গার বোধন ও অধিবাস। পঞ্জিকা মতে এবার দেবী মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে ফিরে যাবেন দোলায়। করোনা মহামারির কারণে মন্দিরে মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে চলছে সীমিত উৎসব-আয়োজন।

অন্যদিকে, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন পূজায় নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের হেলিকপ্টার ও ডগস্কোয়াড প্রস্তুত রয়েছে। দুপুরে বনানীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

মাহমুদ হাশিম