বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সমর্থন চায় চীন
2021-10-10 18:46:07

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সমর্থন চায় চীন_fororder_微信图片_20211010184424

অক্টোবর ১০: চীন প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, চীন আশা করে বাংলাদেশ বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে সক্রিয় সমর্থন দেবে কারণ এ উদ্যোগই ভবিষ্যৎ চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দিক-নির্দেশক হবে।

জাতিসংঘে এসডিজি বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ওই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন, যার অন্যতম উপাদন হচ্ছে জনগণের কল্যাণ এবং ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও অংশগ্রহণমূলক উন্নয়ন।

চীনা দূত বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক রূপান্তরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশ কয়েকটি সূচকে ভালো করেছে, যেটি অন্য উন্নয়নশীল দেশগুলোর জন্যও উদাহরণ হতে পারে।

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সমর্থন চায় চীন_fororder_8

চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের লক্ষ্যে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ অনুষ্ঠানের আয়োজনে করে।

লি জিমিং আশাবাদ ব্যক্ত করেন, এ পুরস্কার প্রদানের কারণে আরও সাংবাদিক চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিপোর্ট করতে আগ্রহী হবেন।

রাষ্ট্রদূত বলেন, তিনি নিশ্চিত যে ২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং ২০৩০ সাল নাগাদ দেশটি বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির একটি হবে।

চীন বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অংশীদার – একথা উল্লেখ করে তিনি বলেন, দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি হচ্ছে।

তিনি বলেন, কমিউনিস্ট পার্টির অধীনে চীন গত ১০০ বছরে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, চীনের অর্থনৈতিক বিষ্ময়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে কমিউনিস্ট পার্টির সংস্কার ও উন্মুক্তকরণ নীতি এবং অর্থনৈতিক বিশ্বায়নকে গ্রহণ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের অবদানের কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিসিসিসিআই প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন চেম্বারের মহাসচিব মো. শাহজাহান মৃধা বেনু ও যুগ্ম মহাসচিব আল মামুন মৃধা এবং ইআরএফ প্রেসিডেন্ট শারমিন রিনভি ও সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

 রহমান/শান্তা