পার্টির সার্বিক নেতৃত্ব নিয়ে প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ নিবন্ধ
2021-09-15 20:39:30

সেপ্টেম্বর ১৫: বৃহস্পতিবার চীনের ‘ছিউশি’ ম্যাগাজিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা ‘পার্টির সার্বিক নেতৃত্বে দৃঢ়ভাবে অবিচল থাকা এবং শক্তিশালী করা’ শীর্ষক প্রধান নিবন্ধ প্রকাশিত হবে।

নিবন্ধে জোর দিয়ে বলা হয়, চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবস্থা হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি’র নেতৃত্ব। চীনের গত ১৮০ বছরের ইতিহাস, সিপিসি’র শত বছরের ইতিহাস এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরেরও বেশি সময় প্রমাণ করেছে যে, সিপিসি ছাড়া নয়া চীন হতো না এবং চীনা জাতির মহান পুনরুত্থানও হতো না। ইতিহাস ও জনগণ সিপিসিকে বেছে নিয়েছে। সিপিসি হচ্ছে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য, চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থার সুস্পষ্ট প্রাধান্য, পার্টি ও দেশের মূল চেতনা এবং দেশের সব জাতির জনগণের স্বার্থের সঙ্গে জড়িত রাজনৈতিক দল। সিপিসি’র নেতৃত্ব ও চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে চীনের রাষ্ট্রীয় প্রশাসনের মৌলিক বিষয়।

 

নিবন্ধে আরও বলা হয়, সিপিসি হচ্ছে দেশের ক্ষমতাসীন পার্টি, চীনের বৈশিষ্ট্যময় চেতনার নেতৃত্বদানকারী এবং বিভিন্ন পক্ষের সমন্বয়কারী। পার্টির নেতৃত্ব থাকায় দেশের নানা কাজ ভালোভাবে নিশ্চিত হয়েছে। এটা চীনের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, জাতিগত সংহতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার মূল ভিত্তি। এই ভিত্তি কোনোভাবে নড়বে না।

(ইয়ু/তৌহিদ)