মার্কিন রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে ইয়াং চিয়ে ছি’র সাক্ষাত্
2021-09-15 19:15:17

সেপ্টেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির বিদেশ-বিষয়ক কমিটির অফিস পরিচালক ইয়াং চিয়ে ছি বুধবার মার্কিন ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে সাক্ষাত্ করেছেন। এদিন বেইজিংয়ে ‘দ্বাদশ চীন-মার্কিন রাজনৈতিক দলের সংলাপে’ অংশ নেয় মার্কিন প্রতিনিধিদল।

ইয়াং চিয়ে ছি বলেন, গত ১০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ অনুষ্ঠিত হয়। দুই শীর্ষনেতা চীন-মার্কিন সম্পর্কসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক, গভীর ও ব্যাপক কৌশলগত মত বিনিময় করেছেন। চীন আশা করে, মার্কিন সরকার চীন সম্পর্কে ভুল নীতিগুলো সংশোধন করবে, চীনের সঙ্গে এগিয়ে যাবে, যৌথভাবে ইতিবাচক কার্যক্রম নিয়ে দু’দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করবে এবং দু’দেশের সম্পর্ককে দ্রুত স্থিতিশীল উন্নয়নের সঠিক পথে ফিরিয়ে আনবে। চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের সংলাপ পরস্পরের সমঝোতা বৃদ্ধি ও সহযোগিতা গভীর করায় সহায়ক। চীন আশা করে, যুক্তরাষ্ট্রের দুই পার্টি ও সমাজের জ্ঞানী ব্যক্তিবর্গ দু’দেশের সম্পর্কোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

মার্কিন প্রতিনিধিরা বলেন, এবারের চীন-মার্কিন রাজনৈতিক দলের সংলাপ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চীন-মার্কিন সম্পর্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। যুক্তরাষ্ট্র ও চীনা জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশ দীর্ঘকাল ধরে দু’দেশের বিনিময় ও সহযোগিতায় উপকৃত হয়েছে। জলবায়ু পরিবর্তন, মহামারী প্রতিরোধ, অর্থনীতি পুনরুদ্ধার-সহ বৈশ্বিক চ্যালেঞ্জের সামনে যুক্তরাষ্ট্র ও চীনের আরও বেশি সহযোগিতা প্রয়োজন। দু’পক্ষের উচিত যোগাযোগ গভীরতর করা, আর্থ-বাণিজ্যিক, সাংস্কৃতিক-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দু’দেশের সম্পর্কোন্নয়ন জোরদার করা।

(ইয়ু/তৌহিদ)