যুক্তরাষ্ট্র ও কানাডাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের মানবাধিকার কার্যক্রম পরিকল্পনা গ্রহণের আহ্বান চীনের
2021-09-15 18:55:33

সেপ্টেম্বর ১৫: যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ বেশ কয়েকটি দেশ এখন পর্যন্ত দেশের মানবাধিকার কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করে নি। সেসব দেশকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী দেশের মানবাধিকার কার্যক্রমের পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে চীন।  আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

জানা গেছে, জেনিভায় চীনের স্থায়ী প্রতিনিধি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশনে ৪০টিরও বেশি দেশের পক্ষে দেওয়া ভাষণে টেকসই শান্তি ও মানবাধিকার উন্নয়নের আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জনাব চাও বলেন, চীন মনে করে, টেকসই শান্তি, মানবাধিকার উন্নত করা হলে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক সংস্থা রক্ষা, সংলাপের মাধ্যমে মতভেদ দূর করা, টেকসই উন্নয়নে অবিচল থাকা, সভ্যতার বৈচিত্র্য রক্ষা এবং ঐতিহ্যবাহী ও অ-ঐতিহ্যবাহী নিরাপত্তা হুমকি মোকাবিলা করা যাবে।

চাও লি চিয়ান আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০০ বছরে চীনে মানবাধিকার খাতে ব্যাপক উন্নতি হয়েছে। সম্প্রতি চীন ‘জাতীয় মানবাধিকার কার্যক্রম পরিকল্পনা (২০২১-২০২৬) প্রকাশ করেছে। এটি চীনের সার্বিক আধুনিক দেশ গঠনের যাত্রায় মানবাধিকার রক্ষার প্রথম রোডম্যাপ ও ঘোষণা। পাশাপাশি তা বিশ্ব মানবাধিকার প্রশাসনে চীনের অবদান রেখেছে।

(রুবি/তৌহিদ/শিশির)