সফল পরিষেবা বাণিজ্য মেলা বাড়াল ভবিষ্যত প্রত্যাশা
2021-09-14 11:32:51

ছয়দিনব্যাপী চীনের আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা (সিআইএফটিআইএস) গত সপ্তাহে বেইজিংয়ে শেষ হয়েছে। এবারের মেলায় সারা বিশ্বকে চীন অধিকতরভাবে উচ্চমানের সম্প্রসারণের ইতিবাচক বার্তা প্রদান করেছে। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক সিদ্ধান্তে পৌঁছায়। তারা বলেন, মেলাটি বিশ্ব পরিষেবা বাণিজ্য সুযোগ সম্প্রসারণ করতে সহায়ক। পাশাপাশি, চীনা বাজারের বিরাট সুপ্তশক্তির কারণে আন্তর্জাতিক সহযোগিতা গভীরতর করায় মেলাটি সবার আস্থার জায়গায় পরিণত হয়েছে।

 

‘ডিজিটাল ভবিষ্যত্ এবং পরিষেবা চালিত উন্নয়নের পথে’কে প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছিল এবারের মেলা। ডিজিটাল বাণিজ্য, ফাইভ-জি টেলিযোগাযোগ, শিল্পের ইন্টারনেট অব থিংস, স্মার্ট অফিস এবং ব্লকচেইন উদ্ভাবনসহ বিভিন্ন নতুন বাণিজ্যিক কার্যক্রম ও নতুন মডেল প্রদর্শিত হয়েছে এবারের মেলায়। প্রদর্শনীতে নতুন ধারণার পুরোপুরি বিনিময়, নতুন পরিষেবার প্রদর্শনী এবং নতুন ফলাফলের প্রকাশ বাস্তবায়িত হয়েছে। মেলার এক প্রেস ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিষেবা বাণিজ্য বিভাগের কর্মকর্তা ওয়াং জিহুয়া বলেন, “প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরিষেবা বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের ফলাফল ছিল ১ হাজার ৬৭২টি। এর মধ্যে লেনদেন প্রকল্প ৬৪২টি এবং পুঁজি বিনিয়োগ ২২৩টি। এবারের মেলার বৈশিষ্ট্য, কার্যকারিতা, ও মানদণ্ড সবই ছিল ভাল।”

সফল পরিষেবা বাণিজ্য মেলা বাড়াল ভবিষ্যত প্রত্যাশা_fororder_src=http___n.sinaimg.cn_sinakd20210906s_200_w1080h720_20210906_2041-1f47d4b1304fd9372af640eb4fb5e726&refer=http___n.sinaimg

এবারের মেলা শুরুর আগে চীন প্রথমবারের মতো ‘ডিজিটাল বাণিজ্য’ পরিষেবাকে তাদের বাণিজ্য উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভূক্ত করে। আলিবাবা গ্রুপের কৌশল উন্নয়ন বিভাগের ওয়াং ছিয়াং জানান, “বর্তমানে বিশ্ব পরিষেবা বাণিজ্যের ডিজিটাইজেশন বৈশিষ্ট্য দিন দিন স্পষ্ট হয়ে ওঠছে। ডিজিটাইজেশন প্রযুক্তি পরিষেবা বাণিজ্যের উচ্চমানের উন্নয়নকে ত্বরান্বিত করছে। আমরা আশা করছি, ভবিষ্যতে পরিষেবা বাণিজ্য মেলার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আরো ভালোভাবে আমাদের ডিজিটাইজেশন প্রযুক্তি ও দক্ষতা পূর্ণাঙ্গ হবে। ডিজিটাইজেশন প্রযুক্তি মাঝারি ও ছোট আকারের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং সামাজিক উন্নয়নের জন্য সহায়ক হবে।”

 

চীনে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত উইম গীর্টস মনে করেন, ডিজিটাইজেশন প্রক্রিয়া শক্তিশালীভাবে বিশ্ব পরিষেবা বাণিজ্যের উন্নয়নকে বেগবান করে। মেলার একটি ফোরামে তিনি প্রস্তাব দিয়েছেন, বিশ্বায়ন বর্তমানের ডিজিটাইজেশন পরিষেবা বাণিজ্যিক নিয়মাবলীর বহুপাক্ষিক কাঠামোকে যৌথভাবে প্রণয়ন করছে। তাই এই ব্যবস্থা আরো পূর্ণাঙ্গ ও ত্বরান্বিত করা উচিত। তিনি বলেন, “আমি মনে করি, কোভিড-১৯ মহামারী প্রমাণ করেছে, বর্তমানে পরিষেবা বাণিজ্যের কেন্দ্রীয় মুল্য হচ্ছে ডিজিটাইজেশন। মহামারী চলাকালে ই-বাণিজ্য না-থাকলে খাবার ডেলিভারি বা অন্যান্য খুচরা-বিক্রয় তত্পরতা কীভাবে চলতো? বর্তমানে বহুপাক্ষিক কাঠামোয় আমাদের নির্দিষ্ট ডিজিটাল অর্থনীতি ও বাণিজ্যিক নিয়মাবলী গড়ে তোলা হয়নি। তাই বিভিন্ন দেশ নিজের নিয়মাবলী অনুযায়ী চলছে। এটা সম্ভবত বিশ্ব পরিষেবা বাণিজ্যের উন্নয়নে বড় বাধা। এটি পরিষেবা বাণিজ্যের সুপ্তশক্তির বিকাশকে বাধাগ্রস্ত করছে।”

সফল পরিষেবা বাণিজ্য মেলা বাড়াল ভবিষ্যত প্রত্যাশা_fororder_df7b0919ed4e41619f4cba9acec6109f

মেলা চলাকালে দেশি-বিদেশি অনেক বিশেষজ্ঞ পরিষেবা বাণিজ্য মেলা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা সুযোগ সম্প্রসারণ করছে বলে মন্তব্য করেছেন। চীনে নিযুক্ত এলসালভাদরের রাষ্ট্রদূত অ্যালডো এফ আলভ্যারে বলেন, “আশা করি, আরো বেশি চীনা প্রতিষ্ঠান আমার দেশকে চিনবে ও গ্রহণ করবে। আমাদের চীনের সঙ্গে কিছু বিনিয়োগ পরিকল্পনা আছে। পরিষেবা বাণিজ্য মেলা আমাদের সুযোগ এনে দিয়েছে। ফলে আমরা পণ্য দেখিয়ে সম্ভাব্য গ্রাহকদের খুঁজে পেয়েছি। সুতরাং মেলার প্রতি আমার উচ্চ প্রত্যাশা রইল। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সমৃদ্ধ ও বহুমুখী হয়ে ওঠবে—এটাই আমার প্রত্যাশা।”

 

ইতালির বৈদেশিক বাণিজ্য কমিটির বেইজিং কার্যালয়ের প্রধান প্রতিনিধি জিয়ানপালোল ব্রুনো বলেন, চীনা বাজারের প্রতি ইতালি ভরসা অনেক। ভবিষ্যতে দু’দেশের বাস্তব সহযোগিতা গভীরতর হবে। তিনি বলেন, “চীনা বাজারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা আছে। ইতালি সরকার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করে ইতালির কোম্পানিগুলোর রপ্তানী ও বিদেশী বিনিয়োগ ত্বরান্বিত করছে। পরিষেবা বাণিজ্য মেলার মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে আমাদের পণ্য, কোম্পানি ও প্রযুক্তি দেখাব। আমরাও যথাসাধ্য চেষ্টা চালিয়ে এসব সুযোগ কাজে লাগিয়ে ইতালি-চীন সহযোগিতা নতুন পর্যায়ে গভীরতর করব।”

সফল পরিষেবা বাণিজ্য মেলা বাড়াল ভবিষ্যত প্রত্যাশা_fororder_src=http___wx4.sinaimg.cn_mw690_005LibFNly8gu738nrpvij618z0u0tjn02&refer=http___wx4.sinaimg

শুধু বিদেশী প্রতিষ্ঠান চীনের বিরাট বাজারের সুবিধা ভাগাভাগি করতে পারছে- তা নয়, বরং চীনা প্রতিষ্ঠানও এ সুযোগ কাজে লাগিয়ে বিদেশী বন্ধু সংখ্যা সম্প্রসারণ করতে পারছে। বেইজিংয়ের একটি কোম্পানির প্রধান বিজ্ঞানী চৌং পেংফেই বলেন, প্রথম পরিষেবা বাণিজ্য মেলার আয়োজন থেকে তারা অনেক বিদেশী প্রতিষ্ঠানের মনোযোগ আকর্ষণ করেছেন। তাই চলতি বছর তারা প্রদর্শনী বুথের আয়তন বাড়ানোর পাশাপাশি মেলায় অংশগ্রহণ সংশ্লিষ্ট প্রস্তুতি কাজও বাড়িয়ে দিয়েছেন। পরবর্তী পরিষেবা বাণিজ্য মেলার প্রতি সবার আস্থা রয়েছে। তিনি বলেন, “পরিষেবা বাণিজ্য মেলার আউটপুট অনুপাত অনেক বেশি। আপনি যত বেশি বরাদ্দ দেন, তত বেশি ফলাফল অর্জন করতে পারবেন। তাই পরবর্তী পরিষেবা বাণিজ্য মেলায় আমরা আরো বেশি বরাদ্দ দেব।”

 

উল্লেখ্য, এবারের মেলার কার্যনির্বাহী কমিটির কার্যালয়ের উপ-পরিচালক ইয়ান লিকাং বলেন, ১৫৩টি দেশ ও অঞ্চলের ১২ হাজারেরও বেশি প্রতিষ্ঠান অনলাইন ও অফলাইনে মেলায় অংশগ্রহণ করেছে। এই সংখ্যা গত বারের মেলার চেয়ে ৬ শতাংশ বেশি। প্রতিষ্ঠানের সংখ্যা ছিল সাড়ে চার হাজারেরও বেশি। এছাড়া মেলায় মোট পাঁচটি শীর্ষ ফোরাম, ২০০ সাধারণ ফোরাম, পরিচিতিমূলক আলোচনা, ও দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ব মহামারীর ধারাবাহিক ছড়িয়ে পড়া এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক পরিস্থিতির কঠোর ও জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে মেলাটির সময়মতো আয়োজনের বিশেষ গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। এছাড়া, মেলায় বিগ ডাটা তত্ত্বাবধানসহ বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপায়ে অফ-লাইন প্রদর্শনীতে অংশগ্রহণকারী ও দর্শকদের কেউ করোনায় আক্রান্ত হননি।

 

প্রেমা/এনাম