৮ শতাংশের বেশি মানুষ পেয়েছেন ২ ডোজ
2021-09-14 15:09:33

৮ শতাংশের বেশি মানুষ পেয়েছেন ২ ডোজ_fororder_1

সেপ্টেম্বর ১৪ : বাংলাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরুর পর গেল ৭ মাসে মোট জনসংখ্যার ৮.৩ শতাংশ পূর্ণ ২ ডোজ টিকা পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একটি দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা প্রয়োজন। 

গণমাধ্যমে সবশেষ পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে ১ কোটি ৪০ লাখ মানুষের। প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছে ২ কোটি ১০ লাখেরও বেশি মানুষ।
 বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে চীন থেকে পাওয়া সিনোফার্ম টিকা । প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ১ কোটি ৭৮ লাখ টিকা মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে। 
অভি/শান্তা