ব্রিক্সের সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক বেইজিং: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী
2021-09-10 18:41:24

ব্রিক্সের সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক বেইজিং: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী_fororder_0910-1

ব্রিক্সের সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক বেইজিং: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী_fororder_0910-2

সেপ্টেম্বর ১০: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও সুই বলেছেন, ব্রিক্সের সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করে, বিভিন্ন ধরনের যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক বেইজিং। তিনি গতকাল (বৃহস্পতিবার) অনলাইনে অনুষ্ঠিত ব্রিক্সের ত্রয়োদশ শীর্ষ সম্মেলনের ফলাফল তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, এবারের সম্মেলনে ব্রিক্সের ভবিষ্যত উন্নয়নের লক্ষ্যে চীনা প্রেসিডেন্ট ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবসম্পদ উন্নয়ন, সাংস্কৃতিক আদানপ্রদান জোরদার, ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন।

মা চাও বলেন, চলতি বছর ব্রিক্স গঠনের ১৫তম বার্ষিকী। বিগত ১৫ বছরে ব্রিক্স আন্তর্জাতিক সমাজে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। এবারের সম্মেলনে ‘ব্রিক্স নয়াদিল্লী ঘোষণা’ গৃহীত হয়। এ ঘোষণায় ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে গণস্বাস্থ্য ও টিকা খাতে সহযোগিতা, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার, এবং ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন, ইত্যাদি বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ব্রিক্স দেশগুলো, মহামারীর প্রেক্ষাপটে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়নের পার্থক্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য চীনা প্রেসিডেন্ট তাঁর প্রস্তাবে বলেছেন: উন্মুক্ত ও নব্যতাপ্রবর্তনশীল উন্নয়ন ত্বরান্বিত করা উচিত; বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা রক্ষা করা উচিত; বিশ্ব অর্থনীতি আরও উন্মুক্ত, সহনশীল, সর্বজনীন ও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত।

মা আরও বলেন, আগামী বছর ব্রিক্সের সভাপতিদেশ হিসেবে চীন চতুর্দশ শীর্ষ সম্মেলনসহ ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করবে। ব্রিক্সের সদস্যদেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক চীন। (ইয়াং/আলিম/ছাই)