হুয়াং জেং
2021-09-09 09:49:24

হুয়াং জেং ১৯৭৩ সালের ১২ ডিসেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন সংগীত শিল্পী, অভিনেতা এবং সঙ্গীত প্রযোজক।

হুয়াং জেং_fororder_src=http___x.jcdd.com_Document_Upload_img_201712_5a331fdd1c02c&refer=http___x.jcdd

১৯৯৮ সালে তিনি প্রযোজক হিসেবে সনি মিউজিকে (চীন) যোগ দেন। ২০০১ সালে তিনি গায়ক হিসেবে রক রেকর্ডস কোম্পানি লিমিটেডের (তাইওয়ান) সাথে চুক্তি স্বাক্ষর করে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৩ সালে তাঁর প্রকাশিত দ্বিতীয় অ্যালবামের বিক্রয় পরিমাণ ছিল ৪ লাখ ৩০ হাজার। অ্যালবামের শিরনাম সংগীত ‘ভালবাসার নরম্যান্ডি’ চীনে অনেক জনপ্রিয়তা পায়। অ্যালবামে হুয়াং জেং সৃষ্ট গান ‘দৌড়’ ‘২০০৩ চীনের চাইনিজ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (সিবিএ) থিম সং হয়। এটি চীনের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া গানগুলোর অন্যতম।

হুয়াং জেং_fororder_u=3196484143,2372946447&fm=26&fmt=auto&gp=0

২০০৫ সালে হুয়াং জেং তাঁর তৃতীয় অ্যালবাম ‘একজনের যুদ্ধ’ প্রকাশ করেন। আর তাঁর চতুর্থ অ্যালবাম ‘কখনো তোমাকে যেতে দেব না’ ২০০৭ সালে প্রকাশিত হয়। পরের বছর তিনি প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব সঙ্গীত চার্ট পুরস্কারে ‘মূল-ভূভাগে সেরা গায়ক’ পুরস্কার জিতেন।

হুয়াং জেং_fororder_src=http___www.9000wy.com_uploads_allimg_140729_42-140H9153433152&refer=http___www.9000wy

২০০৯ সালে হুয়াং জেং তাঁর পঞ্চম অ্যালবাম ‘আমি কার কে?’ প্রকাশ করেন। ২০১১ সালে তিনি ‘তুমি কী ভালোবেসেছো?’ নামের ইপি প্রকাশ করেন। পরের বছর তাঁর সপ্তম অ্যালবাম প্রকাশিত হয়। তাঁর অষ্টম অ্যালবাম ‘বেইজিং একাকী নয়’ ২০১৩ সালে প্রকাশিত হয়। একই বছর তিনি চ্যানেল ভি সেরা জনপ্রিয় প্রযোজক পুরস্কার জিতেন।

 

‘তুমি আরেকটি আমি’ ২০১৪ সালের জুলাই মাসে প্রকাশিত জনপ্রিয় গান। এটি আসলে চীনের একটি টিভি নাটকের থিম সং। নাটকটিতে সেনাবাহিনীর সৈন্য ও কুকুরের গল্প বর্ণনা করা হয়েছে। গানটি তাদের ভাবাবেগ প্রকাশ করে। 

হুয়াং জেং_fororder_src=http___photocdn.sohu.com_20130710_Img381219520&refer=http___photocdn.sohu

‘ভোরবেলায় শুভরাত্রি বলা’ গানটি হুয়াং জেং ২০১১ সালে প্রকাশিত ইপি ‘তুমি কী ভালোবেসেছো’-তে  অন্তর্ভুক্ত হয়। এটি তাঁর অভিনীত ক্ষুদ্র-চলচ্চিত্রের থিম সং।  (প্রেমা/এনাম)