স্যুই ওয়েই
2021-09-08 14:55:11

স্যুই ওয়েই ১৯৬৮ সালের ২১ জুলাই চীনের শান সি প্রদেশের সি আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক। ১৯৮৪ সালে যখন তাঁর বয়স ১৬ বছর, তখন তিনি গিটার চর্চা শুরু করেন এবং রকসঙ্গীতের সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৮৬ সালের এপ্রিল মাসে তিনি সি আন শহরের প্রথম গিটার প্রযোগিতার দ্বৈতসঙ্গীত চ্যাম্চিয়ন হন। তারপর তিনি জীবনের প্রথম গান লিখেন। ১৯৯০ সালের শেষ নাগাদ তিনি পেশাদার গিটার বাদকের জীবন শুরু করেন। তখনই তিনি সি আন সঙ্গীত জগতে খুবই বিখ্যাত ও বিশিষ্ট গিটার বাদকদের অন্যতম হয়ে ওঠেন।

স্যুই ওয়েই_fororder_src=http___img1.cache.netease.com_cnews_2016_3_22_201603221753498c363_550&refer=http___img1.cache.netease

১৯৯১ সালে স্যুই ওয়েই শতাধিক গান রচনা করে স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি সঙ্গীত রচয়িতা হিসেবে সুনাম করেন। ১৯৯৩ সালের জুন মাসে তিনি সি আনের সবচেয়ে উত্কৃষ্ট সঙ্গীত শিল্পীর সঙ্গে ‘ফেই’ সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালের জুলাই মাসে সঙ্গীতদলটি একটি রক উত্সবে অংশ নেয়ার পর স্যুই ওয়েই এক বেতারে পশ্চিমা রকসঙ্গীত ব্যাখ্যা করতে শুরু করেন। বন্ধুরা, স্যুই ওয়েই’র গল্প আমি পরে আরো জানবো। এখন আমি আপনাদের তাঁর একটি গান শোনাতে চাচ্ছি, কেমন? গানের নাম ‘নীল পদ্ম’। 

 

১৯৯৪ সালে স্যুই ওয়েই তাঁর শিল্প-কর্ম নিয়ে বেইজিংয়ে চলে আসেন। সে বছরের নভেম্বর মাসে বেইজিংয়ের অনেক সঙ্গীত শিল্পী ও ব্যান্ডসম্যান তাঁর শিল্প-কর্মের রেকর্ডে অংশ নিয়েছেন। দ্রুত তিনি তখনকার তরুণ-তারুণীদের সঙ্গীত প্রতিমায় পরিণত হন। ১৯৯৭ সালের এপ্রিল মাসে স্যুই ওয়েই তাঁর প্রথম অ্যালবাম ‘অন্য কোথাও’ প্রকাশ করেন। ২০০০ সালের নভেম্বর মাসে তিনি তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘সেই বছর’ প্রকাশ করেন। 

স্যুই ওয়েই_fororder_u=1817444780,1687027188&fm=26&fmt=auto&gp=0

২০০২ সালে স্যুই ওয়েই তাঁর তৃতীয় অ্যালবাম ‘সময়ের মধ্য দিয়ে’ প্রকাশ করেন। অ্যালবামটি তৃতীয় টপ চীনা সঙ্গীত পুরস্কারে সেরা রক অ্যালবাম ও সেরা রক শিল্পী পুরষ্কার জিতে। আসলে আজকের অনুষ্ঠানের শুরুতে আমি যে ‘নীল পদ্ম’ গান আপনাদের শোনিয়েছি। সেটাও এই অ্যালবাম থেকে নেয়া। কিন্তু এখন আমি একই অ্যালবামের অন্য আরেকটি গান আপনাদের শোনাবো, কেমন? গানের নাম ‘হাঁটা’। 

 

‘জন্মস্থান’ হচ্ছে স্যুই ওয়েই’র গাওয়া গানগুলোর অন্যতম একটি জনপ্রিয় গান। আসলে গানটির লিরিক্স ও সঙ্গীতও তাঁরই রচনা।  গানটি তাঁর ২০০০ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত অ্যালবাম ‘সেই বছর’-এ অন্তর্ভূক্ত হয়। এটি রক স্টাইলের একটি গান। গানের মধ্য দিয়ে স্যুই ওয়েই’র সৃজনশীল প্রতিভা ফুটে ওঠেছে। আচ্ছা, তাহলে স্যুই ওয়েই’র গানের মাধ্যমে আমরাও তাঁর সেই প্রতিভা পরখ করি, কেমন? 

স্যুই ওয়েই_fororder_src=http___n.sinaimg.cn_sinacn00_307_w1193h714_20181018_6faa-hmhswin2544335&refer=http___n.sinaimg

‘শান্তি ও সুখের স্বর্গ’ স্যুই ওয়েই’র একটি গান। এর লিরিক্স ও সঙ্গীত তাঁরই রচনা। গানটি ২০১২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত তাঁর ‘এই মুহূর্তে’ অ্যালবাম থেকে নেয়া। এ গানের সঙ্গীত তিনি চীনের সাত-তারযুক্ত যন্ত্র অর্থাত্ কুছিন সঙ্গীত শোনার সময় গিটার বাজাতে বাজাতে সৃষ্টি করেন। কিন্তু সঙ্গীত রচনার অনেক পর লিরিক্স রচনা করেন। ২০১২ সালের মার্চ মাসের শেষ দিকে যখন তিনি ছেংদু শহরে যান, তখন তিনি বন্ধুর সঙ্গে পাহাড়ে যাবার পথে রাস্তার দু’পাশে পীচ ফুল দেখে লিরিক্স লিখে ফেলেন। 

 

এটা আসলে একটি বেদনার গান। এ থেকে আমরা সুস্পষ্টভাবে জানব সি আন থেকে বের হওয়া আজকের স্যুই ওয়েইকে। এই অমর কিংবদন্তী আসলে বিশ্বের সবার মতো। সুতরাং তাঁর নিজের তৈরী গানটি বিশ্বের প্রত্যেকের জন্য। 

 

(প্রেমা/এনাম)