সন্ত্রাসদমনে পুলিশ চাং ফেই ওয়েই
2021-09-04 15:39:03

সন্ত্রাসদমনে পুলিশ চাং ফেই ওয়েই_fororder___172.100.100.3_temp_9500051_1_9500051_1_1_01d1aa4b-7460-4567-a633-d75f4dca4052

চাং ফেই ওয়েই হলেন ফুচিয়ান প্রদেশের ইউস্যিয়াও জেলার গণনিরাপত্তা ব্যুরোর বিশেষ সন্ত্রাসদমন পুলিশদলের একজন তরুণ সদস্য। তাঁর কাজ অপরাধ ও সন্ত্রাস দমন এবং সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা সুরক্ষা করা। পাশাপাশি, দুর্যোগের সময় ত্রাণ-তত্পরতা চালানো ও নাগরিকদেরকে বিভিন্ন সেবাও তিনি দিয়ে থাকেন। এখন আমি আপনাদেরকে তাঁর গল্প শোনাবো।

সন্ত্রাসদমনে পুলিশ চাং ফেই ওয়েই_fororder___172.100.100.3_temp_9500051_1_9500051_1_1_d61abada-f223-4c41-9e21-171f19ff4588

সন্ত্রাসদমনদলের পুলিশদের গড় বয়স মাত্র ২৬ বছর। তবে তাঁরা সবাই তরুণ ও সাহসী। তাঁদেরকে কাজ করতে গিয়ে কোনো কোনো সময় বিপদের মুখোমুখি হতে হয়। বিশেষ পুলিশকে হতে হয় শ্রেষ্ঠ মানের ও শক্তিশালী। সেজন্য তাঁদের প্রতিদিন কঠিন প্রশিক্ষণ নিতে হয়। তাঁরা যে পরিশ্রম করেন, তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা সুরক্ষা তাঁদের দায়িত্ব। চাং ফেই ওয়েই নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছেন।  
সন্ত্রাসদমনে পুলিশ চাং ফেই ওয়েই_fororder___172.100.100.3_temp_9500051_1_9500051_1_1_702d5a3b-ee82-426a-b7cd-6bf3194a037a

বিশেষ পুলিশরা প্রতিদিন ব্যস্ত থাকেন। যদিও তাঁরা হলেন সন্ত্রাসদমন পুলিশ, তবুও বর্তমান শান্ত সমাজে তাঁদের অধিকাংশের কাজ হলো সাধারণ নাগরিকদেরদের দৈনন্দিন অসুবিধা ও কঠিন সমস্যা সমাধান করা। চাং ফেই ওয়েই প্রতিদিন সড়ক ও আবাসিক এলাকায় টহল দেন। সাধারণ মানুষকে সহায়তা করেন তিনি। প্রতিজন পুলিশ নির্দিষ্ট একজনকে বিশেষভাবে প্রতিদিন দেখাশোনা করেন, সাহায্য করেন। চাং ফেউ ওয়েই নিয়মিত সাহায্য দেন প্রবীণ নারী উ’কে। সন্ত্রাসদমনে পুলিশ চাং ফেই ওয়েই_fororder___172.100.100.3_temp_9500051_1_9500051_1_1_128f3ad5-f191-419e-bc52-c3d0812e82ba

তিনি তার সঙ্গে দেখা করেন এবং তাঁর খোঁজ-খবর নেন। যখন উহানে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন চাং ফেই ওয়েই উহানে গিয়ে মহামারী প্রতিরোধমূলক কাজে অংশ নিয়েছিলেন। 
সন্ত্রাসদমনে পুলিশ চাং ফেই ওয়েই_fororder___172.100.100.3_temp_9500051_1_9500051_1_1_390e952a-abbc-478e-b7a1-be7faf00c165

একজন তরুণ পুলিশ সদস্য হিসেবে চাং ফেই ওয়েই গর্ব করেন। তিনি নিজের জন্মস্থানকে ভালবাসেন। মানুষকে শান্তিতে বেঁচে থাকতে ও সুখে কাজ করতে দেখে চাং এই কাজের তাত্পর্য আরও গভীরভাবে বুঝতে পারেন। (ছাই/আলিম)