লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি ফিরলেন দেশে
2021-05-05 16:57:18

লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি ফিরলেন দেশে_fororder_0505-2

মে ৫ : করোনা মহামারী ও অভ্যন্তরীণ জটিলতায় লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহায়তায় তাদের ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বোরাক এয়ারের একটি বিশেষ বিমানে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রবাসীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতি, কাজের অভাবসহ নানা কারণে দীর্ঘদিন ধরে দেশে ফেরত আসতে চাইছিলেন এসব বাংলাদেশি। কিন্তু লিবিয়া থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় তারা ফিরতে পারছিলেন না। এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইওএমের সহায়তায় আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এখন পর্যন্ত ৯টি ফ্লাইটে লিবিয়ায় আটকে পড়া এক হাজার ৩৭৯ জন প্রবাসী দেশে ফিরেছেন। দেশে পৌঁছার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভি/শান্তা