পিং-পং কূটনীতির অর্ধশত বার্ষিকী উদযাপন
2021-04-11 15:08:00

পিং-পং কূটনীতির অর্ধশত বার্ষিকী উদযাপন_fororder_4

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পিং-পং কূটনীতি প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে গত শনিবার শাংহাইয়ের আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল একটি প্রদর্শনী যেখানে চীন-যুক্তরাষ্ট্র পিং-পং কূটনীতি সম্পর্কিত ঐতিহাসিক ছবি, অন্যান্য দর্শনীয় বস্তু ও ভিডিও প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছুই থিয়ানকাই বলেন, “চীন-যুক্তরাষ্ট্র ইতিহাসে পিং-পং কূটনীতি বিশেষ তাৎপর্যপূর্ণ।” জাপানের নাগোয়ায় ৩১তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনীতে চীনা টেবিল টেনিস টিম মার্কিন টেবিল টেনিস দলকে চীন সফরের আমন্ত্রণ জানায়।

সে আমন্ত্রণে সাড়া দিয়ে মার্কিন টেবিল টেনিস দল ১৯৭১ সালের ১০ এপ্রিল চীন সফর করে। উনিশ শ উনপঞ্চাশ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর ওটাই ছিল কোনও মার্কিন দলের প্রথম চীন সফর। পরের বছর চীনা দল যুক্তরাষ্ট্রে ফিরতি সফর করে। ওই পারস্পরিক সফর চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যকার দুই দশকের বরফ গলাতে এবং দু’দেশের সম্পর্ক স্বাভাবিককরণে সক্ষম হয়।

 রহমান

 তথ্য ও ছবি: সিনহুয়া