চলতি বছরে চীনের পর্যটন আয়ের নতুন রেকর্ড
2021-04-08 10:43:57

এপ্রিল ৮: গতকাল (বুধবার) চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের এক প্রতিবেদন থেকে জানা গেছে যে, গত বসন্ত উত্সবের ছুটিতে চীনের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের আগমন আগের তুলনায় ৬০ শতাংশ বেশি ছিল। ফলে এ খাতে চীনের আয় ১ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। তাতে সফলতার এক বিশাল দৃষ্টান্ত স্থাপিত হয়।

এ সম্পর্কে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তু চিয়াং বলেন, ‘ইন্টারনেট প্লাস’ পদ্ধতির মাধ্যমে পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে চীনা নাগরিকরা অনলাইনে তথ্য সংগ্রহের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের পরিকল্পনা করতে পারছেন।

তিনি বলেন, ভবিষ্যতে অবসরপ্রাপ্ত প্রবীণদের জন্য আরও সহজ অ্যাপলিকেশনের উদ্ভাবন করে পর্যটন শিল্পের আরও বেশি উন্নয়ন সম্ভব হবে। (সুবর্ণা/এনাম/রুবি)