উহান শহর থেকে লকডাউন উঠিয়ে নেওয়া ছিল চীনে মহামারী প্রতিরোধকাজের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ
2021-04-08 15:46:16

উহান শহর থেকে লকডাউন উঠিয়ে নেওয়া ছিল চীনে মহামারী প্রতিরোধকাজের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ_fororder_shiwei

এপ্রিল ৮: চীনের উহান শহর থেকে লকডাউন ব্যবস্থা উঠিয়ে নেওয়ার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র সহকারী মহাসচিব রেন মিং হুই গতকাল (বুধবার) সিনহুয়া বার্তা সংস্থাকে এক সাক্ষাত্কার দেন। তিনি বলেন, উহান শহরের লকডাউন ব্যবস্থা উঠিয়ে নেওয়া ছিল নভেল করোনাভাইরাস মহামারী প্রতিরোধকাজের ঐতিহাসিক ঘটনা; যা মহামারী প্রতিরোধে আশা সৃষ্টি করেছিল।

৭৬ দিন পর ২০২০ সালের ৮ এপ্রিল উহান শহর থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয় এবং যাতায়াত পুনরুদ্ধার করা হয়। এ প্রসঙ্গে রেন মিন হুই বলেন, কিছু গবেষণা সংস্থার পরিসংখ্যান থেকে দেখা গেছে, উহান শহরের লকডাউন ব্যবস্থা এবং মানুষের যাতায়াত ও পরিবহন নিষেধাজ্ঞাসহ নানা ব্যবস্থার ফলে চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমেছে; যা চীন তথা বিশ্বের মহামারীর রোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রেনমিনহুই বলেন, মহামারী সংক্রমণের সাথে সাথে ইতালি, স্পেন, ফ্রান্স ও ভারতসহ আরো অনেক দেশ প্রায় একই রকম লকডাউন ব্যবস্থা জারি করে। বর্তমানে যেসব দেশে বা অঞ্চলে মহামারী সংক্রমণ দেখা যাচ্ছে, সেসব জায়গায় দ্বিতীয় বা তৃতীয়বার লকডাউন ঘোষণা করা হয়েছে। এ থেকে বোঝা যায়, মানব ইতিহাসের বিরল এ সংক্রমণের সামনে লকডাউনসহ ধারাবাহিক প্রতিরোধ-ব্যবস্থা হলো সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

(লিলি/তৌহিদ/শুয়েই)