সিয়ে আন ছি
2021-04-08 09:34:57

সিয়ে আন ছি_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20171203_c32d3da3c46a446eb3a9d7f6d63b7607.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তার নাম সিয়ে আন ছি। তার সুন্দর কণ্ঠ ও মনোমুগ্ধকর প্রেমের গানগুলো বেশ বিখ্যাত। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো তার একটি সুন্দর গান ‘আমরা সবাই ভুলে গেছি’।গান ১

সিয়ে আন ছি ১৯৭৭ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার মামা-মামি গান খুব পছন্দ করে। তাদের প্রভাবে খুব ছোট থেকেই তিনি গানের প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠেন। ছয় বছর বয়সে শিয়ে আন ছি পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। পরে তিনিও গিটার বাজাতে শিখেছেন। বড় হওয়ার পর তিনি ক্রমে ক্রমে পপ সংগীত সম্পর্কে জানতে পারেন এবং পপ সংগীত খুব পছন্দ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। স্নাতক হওয়ার পর সিয়ে আন ছি পেশা হিসেবে পিয়ানো শিক্ষকের কাজ বেছে নেন। সংগীত শিখানোর চেয়ে তিনি গান গাইতেই বেশি পছন্দ করতেন। তবে সৌভাগ্যবসত তার সংগীত প্রতিভা আবিষ্কৃত হয় এবং তিনি শিল্পীর মর্যাদা পান। বন্ধুরা, এখন শুনুন সিয়ে আন ছি’র একটি সুন্দর গান ‘Carousel’।গান ২

২০০৫ সালে সিয়ে আন ছি তার প্রথম অ্যালবাম ‘Kay one’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে একজন পেশাদার শিল্পীর জীবন শুরু করেন। অ্যালবাম প্রকাশের পর পরই তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন, তিনি সেই বছর হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় নতুন গায়িকা হন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি জনপ্রিয় গান ‘আমার সঙ্গে চলো’।গান ৩

২০০৭ সালে সিয়ে আন ছি হংকংয়ের জিউ লোংয়ে তার প্রথম কনসার্ট আয়োজন করেন। পরে তিনি নতুন অ্যালবাম ‘Binary’ প্রকাশ করেন। হংকংয়ে সিয়ে আন ছি অনেক ক্যান্টোনিজ গান গেয়েছেন। হংকংয়ে তার গানগুলোর মাধ্যমে বিশেষ ভাবাবেগ প্রকাশিত হয়েছে। আর হংকংয়ের সমাজে সমৃদ্ধি ও পরিবর্তন, শহরবাসীর জীবনধারা, আনন্দ-দুঃখ সবই তার ক্যান্টোনিজ গানে প্রতিফলিত হয়েছে। অ্যালবাম ‘Binary’-এর জনপ্রিয় গান ‘পুরানো রোড’ এসব গানের মধ্যে একটি। গানে হংকংয়ের একটি বিখ্যাত রোডের সমৃদ্ধি ও পতন বলা হয়। গানটি হংকংয়ের অনেক মানুষের মধ্যে একই অনুভূতি সৃষ্টি করে এবং বিভিন্ন পুরষ্কার অর্জন করে। বন্ধুরা, এখন সিয়ে আন ছি’র সুন্দর গান ‘পুরানো রোড’ শুনবো।গান ৪

বন্ধুরা, এবারে আমরা শুনবো সিয়ে আন ছি’র খুব জনপ্রিয় একটি গান, গানের নাম ‘চোং উ ইয়ান’। গানটি চীনের একটি ঐতিহাসিক গল্প অনুসারে রচিত হয়েছে। চোং উ ইয়ান প্রাচীন চীনের একজন বিখ্যাত নারী। তাঁর চেহারা কুত্‌সিত হওয়ায় তাকে কেউ পছন্দ করতো না। কিন্তু নিজের বুদ্ধি, জ্ঞান ও চেষ্টার মাধ্যমে একদিন ছি রাজ্যের রাণী হিসেবে প্রতিষ্ঠিত হন। এই গানের মাধ্যমে সিয়ে আন ছি বলতে চান, নারীর রূপই মূল সৌন্দর্য নয়। প্রতিটি নারীর নিজের বুদ্ধি ও দক্ষতা উন্নত করা দরকার, এতে তার ভবিষ্যত ভালো হবে। সিয়ে আন ছিও এই গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরষ্কার পান। বন্ধুরা, এখন গান ‘চোং উ ইয়ান’ শুনবো।গান ৫

ক্যান্টোনিজ গান ছাড়া সিয়ে আন ছি’র গাওয়া ম্যান্ডারিন গানগুলোও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এবার আমরা শুনবো সিয়ে আন ছি ২০১৬ সালে প্রকাশিত একটি মনোমুগ্ধকর গান ‘হয়তো’। গানটি একটি বাস্তব গল্প অনুসারে রচিত হয়েছে, এতে প্রিয় মানুষকে গভীরভাবে অনুভবের ধারণা প্রকাশিত হয়। সিয়ে আন ছি ছাড়া আরো অনেক শিল্পী গানটি গেয়েছেন এবং অনেক মানুষ তার গান শুনে মুগ্ধ হয়েছে। বন্ধুরা, এখন সিয়ে আন ছি’র গাওয়া গান ‘হয়তো’ শুনবো।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে শুনবো তিনি ও চীনের অন্য একজন জনপ্রিয় গায়িকা চি খ্য চুন ই’র গাওয়া গান ‘Double’। আশা করি প্রাণবন্ত এ গানটি আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।