প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় বসবাসের সুন্দর বাসস্থান তৈরি করা উচিত্: সি চিন পিং
2021-04-03 16:26:21

প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় বসবাসের সুন্দর বাসস্থান তৈরি করা উচিত্: সি চিন পিং_fororder_zhongshu1

প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় বসবাসের সুন্দর বাসস্থান তৈরি করা উচিত্: সি চিন পিং_fororder_zhongshu2

প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় বসবাসের সুন্দর বাসস্থান তৈরি করা উচিত্: সি চিন পিং_fororder_zhongshu3

প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় বসবাসের সুন্দর বাসস্থান তৈরি করা উচিত্: সি চিন পিং_fororder_zhongshu4

এপ্রিল ৩: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (শুক্রবার) সকালে রাজধানীতে স্বেচ্ছাসেবীদের বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, প্রতি বছরের এ সময় স্বেচ্ছাসেবীদের গাছ লাগানোর অনুষ্ঠানের উদ্দেশ্য হলো- সম্মিলিতভাবে সবুজায়ন ও সুরক্ষার চেতনা লালন করা এবং প্রকৃতি ও মানুষের সম্প্রীতিময় বসবাসের সুন্দর বাসস্থান গড়ে তোলা।

প্রেসিডেন্ট সি আরো বলেন, এ বছর হলো স্বেচ্ছাসেবীদের বৃক্ষরোপণের ৪০তম বার্ষিকী। ৪০ বছরে চীনের বিভিন্ন জাতির মানুষ একযোগে পরিশ্রম করে মাতৃভূমির সবুজায়ন বাড়িয়েছে এবং শহর ও গ্রামে বসবাসে পরিবেশ উন্নত করেছে। তবে, সুন্দর চীন গঠনের লক্ষ্য এবং সুন্দর জীবনের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষার তুলনায় দেশের বনভূমির পরিমাণ যথেষ্ট নয় এবং গুণগত মানও উন্নত নয়। তাই এক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টা চালানো প্রয়োজন।

অনুষ্ঠানে সি চিন পিং আরো বলেন, পরিবেশগত সভ্যতা নির্মাণ হলো নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি উন্নয়নের নতুন চিন্তাধারা বাস্তবায়ন এবং অর্থনৈতিক সমাজের উচ্চ মানের উন্নয়নের চাহিদা। দূষণমুক্ত নদী ও সবুজ পাহাড় হলো সোনা ও রূপার মতো। এই চেতনায় অটুট থাকা এবং সবুজ উন্নয়নের পথ অনুসরণ করা উচিত্ বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

(লিলি/তৌহিদ/শুয়েই)