‘পানির মত সময়’
2021-04-03 19:30:23

‘পানির মত সময়’_fororder_lijian

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি চিয়ান, ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর চীনের হেই লুং চিয়াং প্রদেশের হারবিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার।

 

২০০১ সালে লি চিয়ান লু কেং সুই নামে অন্য একজন পুরুষ কণ্ঠশিল্পীর সঙ্গে ‘সুই মু নিয়ান হুয়া’ নামে সংগীত ব্যান্ড গঠন করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ২০০২ সালে তিনি এই ব্যান্ড থেকে সরে যান।

 

এখন শুনুন লিন চিয়ানের গান ‘বৈকাল হৃদের তীরে’। গানের কথা এমন: আমার কোলে, তোমার চোখে, সেখানে বসন্তের বাতাসে মাতাল হয়, সেখানে সবুজ ঘাস সবখানে। চাঁদ ভালোবাসার হৃদয়ে ছড়িয়ে পড়ে। দু’জনের আগুন, এই রাতকে উজ্জ্বল করেছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের গান ‘কিংবদন্তি’। গানের কথা এমন: শুধু মানুষের ভিড়ে তোমাকে একটু দেখি, তোমার মুখ আর ভুলে যাই না। আশা করি এক দিন তোমার সঙ্গে দেখা হবে। তোমাকে যখন অনুভব করি, তুমি তখন আকাশের শেষে, তোমাকে যখন অনুভব করি, তুমি তখন চোখের সামনে। তোমাকে যখন অনুভব করি, তুমি তখন আমার চিন্তায়, তোমাকে যখন অনুভব করি, তুমি তখন হৃদয়ে। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের কণ্ঠে ‘তোমার সঙ্গে বসন্তের বাতাসের তুলনা করা যায় না’। গানের কথাগুলো এমন: অবশেষে হৃদয়ের বন্ধন খুলে দিয়েছি। নদীর পানির মত স্মৃতি উঠে এসেছে। ফুল ফুটেছে, পাখি ফিরে এসেছে, কিন্তু তুমি নেই।

আচ্ছা, শুনুন এই গান।

 

এখন শুনুন লি চিয়ানের কণ্ঠে ‘যখন তুমি বয়স্ক’ গানটি। গানের কথা এমন: যখন তোমার বয়স হয়, চুল সাদা হয়। যখন তোমার বয়স হয়, হাঁটতে না পারো। চুলার পাশে বসে যৌবনের কথা করো। কত লোক তোমার যৌবনকে ভালোবাসতো, তোমার সৌন্দর্যকে ভালোবাসতো; সত্যি নাকি অভিনয়! শুধু একজন তোমার ধর্মপ্রাণ আত্মাকে ভালোবেসেছিল। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি চিয়ানের গান ‘পানির মত সময়’। গানের কথাগুলো এমন: মাঝে মাঝে আয়নায় পুরোনো সময় আমার সামনে হাজির হয়। সে দূরের আকাশ, চুলার আগুনে লাল হওয়া উষ্ণ শীতকাল। ভালোবাসা হল হাতের লাল আপেল, সেই গ্রীষ্মকালে সে শুধু হাসে কিছুই বলে না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)