ছিং মিং উত্সব উপলক্ষে শহীদদের স্মরণ করলেন সি চিন পিং
2021-04-02 17:35:41

এপ্রিল ২: আগামি ৪ এপ্রিল চীনের ঐতিহ্যবাহী ছিং মিং উত্সব। এ উপলক্ষে চীনের সাধারণ মানুষ দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে চীনা শহীদদের স্মরণ করছেন ও শ্রদ্ধা জানাচ্ছেন।

ছিং মিং উত্সব উপলক্ষে শহীদদের স্মরণ করলেন সি চিন পিং_fororder_%5c%5c172.100.100.3%5ctemp%5c9500032%5c1%5c9500032_1_6012_79bf0c01-fdfb-47d9-903e-ef162072609f

২০১৬ সালে সিপিসি প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকীতে সি চিন পিং বলেন, ‘শত্রুরা আমাদের মাথা কাটতে পারবে, তবে আমাদের বিশ্বাসকে নোয়াতে পারবে না”। তাঁর সে কথায় সিপিসির সদস্যদের বীরত্বগাথার বঃহিপ্রকাশ হয়েছে। তাই সবাইকে শহীদদের ত্যাগ মনে রেখে তাঁদের মহান আদর্শ তুলে ধরতে হবে।

ছিং মিং উত্সব উপলক্ষে শহীদদের স্মরণ করলেন সি চিন পিং_fororder_%5c%5c172.100.100.3%5ctemp%5c9500032%5c1%5c9500032_1_6016_ebc17248-f01f-448c-9a0f-b2f83f45442e

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অষ্টাদর্শ কংগ্রেসের পর থেকে সি চিন পিং  বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় বিপ্লবের স্মৃতিবিজড়িত ও পবিত্র স্থানে তাঁর শ্রদ্মা নিবেদন করেছেন।

 

তিনি বলেন, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, নয়া চীন কীভাবে আসলো?, এবং বর্তমান সুখী জীবন কীভাবে আসলো?  চীনের কমিউনিস্ট পার্টির উচিত লাল পতাকা উচ্চ করে তুলে ধরে চীনের সমাজান্ত্রিক পথে এগিয়ে যাওয়া এবং শহীদদের অর্জিত কর্তব্য বাস্তবায়নকে বেগবান করা”।

ছিং মিং উত্সব উপলক্ষে শহীদদের স্মরণ করলেন সি চিন পিং_fororder_%5c%5c172.100.100.3%5ctemp%5c9500032%5c1%5c9500032_1_1_6acdccf9-2920-4c6e-b08a-aa839ab6f3cd

২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী পালিত হয়। সে বছর শহীদদের স্মরণ করে সি চিন পিং নানা এলাকা পরিবদর্শনে যান। ২০১৯ সালের ২০ মে চিয়াং সি প্রদেশ পরিদর্শনের সময় তিনি চীনের কেন্দ্রীয় লাল বাহিনীর লংমার্চের আঁতুড়ঘর ইয়ু তু পরিদর্শন করেন।

 

তিনি বলেন,  লংমার্চ খুব কঠিন ছিল এবং অবশেষে বিষ্ময় সৃষ্টি করেছে। সিপিসির উচিত একে ভুলে না গিয়ে বিপ্লবের আদর্শ মনে রাখা এবং পূর্বের বিপ্লবী ও শহীদদের কথা ভুলে না যাওয়া। (রুবি/এনাম/শিশির)