সন্ত্রাস দমনে সিনচিয়াংয়ে চীনা নীতি কার্যকর: সিআরআই সম্পাদকীয়
2021-04-02 19:23:16

এপ্রিল ২: চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএনের তৈরি ‘অন্ধকারে যুদ্ধ: সিনচিয়াংয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধকতাসমূহ’ শিরোনামের এক প্রামাণ্যচিত্র আজ (শুক্রবার)চ্যানেলটিতে প্রচারিত হয়েছে।

 

এটি  সিজিটিএনের তৈরি এ ধরনের চতুর্থ প্রামাণ্যচিত্র। এতে বিস্তারিত ও বস্তুনিষ্ঠ তদন্ত ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে সন্ত্রাসী সংস্থা পূর্ব তার্কিস্তান ইসলামিক আন্দালনের অপততপরতা তুলে ধরা হয়। এতে সংস্থাটির মাধ্যমে কীভাবে  কিছু সংখ্যালুঘ জাতির জনগণ সিনচিয়াং বিচ্ছিন্নতা ও দাঙ্গা-হাঙ্গামা জড়িয়ে পড়ছে, তা পরিষ্কার করে দেখানো হয়।

 

এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে যে, চীনের সিনচিয়াং শাসননীতি কার্যকরভাবে সন্ত্রাসবাদ দমন করেছে এবং সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির লোকজনের অস্তিত্ব ও উন্নয়নের অধিকার সংরক্ষিত হয়েছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা দেশগুলোর কিছু চীন-বিরোধী শক্তি সিনচিয়াং নিয়ে বারবার মিথ্যাচার করে আসছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে চীনের বিভিন্ন জাতির মধ্যে বৈরিতা তৈরি করা এবং এ সুযোগে চীনের উন্নয়ন ব্যাহত করা।  সিনচিয়াংয়ে মানবাধিকার, ধর্ম ও জাতি নিয়ে কোন সমস্যা নেই, বরং সেখানে সন্ত্রাস দমন ও বিচ্ছিন্নতাবাদের বিরোধিতায় কাজ করছে চীন।

 

 এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ১৯৯০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত  সিনচিয়াংয়ে হাজারটিও বেশি সন্ত্রাসী হামলা ঘটেছে। তাতে  ব্যাপক সংখ্যক নিরীহ মানুষ হতাহত এবং বিশাল জানমালের ক্ষতি হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ সব বলা হয়। (রুবি/এনাম/শিশির)