সাক্ষাত্কার: “কবিতা আমার মর্মে, গদ্য আমার কর্মে—ঝর্না রহমান”
2021-04-01 20:25:47

সাক্ষাত্কার: “কবিতা আমার মর্মে, গদ্য আমার কর্মে—ঝর্না রহমান”_fororder_nv1

ঝর্না রহমান ও শান্তা মারিয়া

ঝর্না রহমান জানালেন তার লেখক জীবনের শুরুর গল্প। স্কুলে পড়ার সময় তার লেখালেখির শুরু। তিনি স্কুল ম্যাগাজিনে লিখতেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি লেখালেখি করেছেন। তিনি কবিতা ও কথাসাহিত্য দুই দিকেই পারদর্শী।

তিনি বললেন, ‘কবিতা আমার মর্মে, আর গদ্য আমার কর্মে’। তিনি সম্প্রতি সাহিত্য কীর্তির জন্য পেয়েছেন অনন্যা পুরস্কার। তবে পুরস্কার প্রাপ্তিকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন না তিনি। বরং লিখে যাওয়াকেই প্রাধান্য দেন।

তার লেখায় নারীর জীবন উঠে এসেছে বিভিন্ন আঙ্গিকে। কখনও শহরবাসী মধ্যবিত্ত ও উচ্চবিত্ত আবার কখনও গ্রাম ও শহরের প্রান্তিক নারীর জীবন প্রতিফলিত হয়েছে তার লেখায়। তিনি মনে করেন তার সেরা লেখাটি তিনি এখনও লেখেননি।