তিব্বতে ভূমিদাসদের মুক্তির ৬২তম বার্ষিকী পালিত
2021-03-28 20:29:41

 
মার্চ ২৮: আজ (রোববার) তিব্বতের ভূমিদাসদের মুক্তির ৬২তম বার্ষিকী। প্রতি বছর তিব্বতের জনগণ নানা অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি পালন করে থাকেন। 

আজ সকালে এক হাজারও বেশি লাসার অধিবাসী পোতালা প্রাসাদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গেয়ে এবারের অনুষ্ঠানের সূচনা করেন। 

আটান্ন বছর বয়সি তান কুও চি বলেন, “আজ আমরা একসাথে জাতীয় সংগীত গাইছি। সুন্দর জীবন উদযাপন করছি। শিক্ষা, চিকিতসা, পরিবহনসহ তিব্বতের নানা খাতে অসাধারণ উন্নয়ন হয়েছে। আমি কামণা করি, বিভিন্ন জাতির জনগণ যেন এক্যবদ্ধভাবে ও সুখী জীবন যাপন করে। এবং আমাদের মাতৃভূমি যেন আরও সমৃদ্ধ হয়।”

উল্লেখ্য, ১৯৫৯ সালের ২৮ মার্চ সিপিসির নেতৃত্বে তিব্বতে গণতান্ত্রিক সংস্কার হয়। এতে সামন্তরাজের পতন হয়। লাখ লাখ তিব্বতি ভূমিদাস মুক্তি লাভ করে। গত ৬২ বছরে তিব্বতের জিডিপি ১৯৫৯ সালের ১৭.৪ কোটি ইউয়ান থেকে বেড়ে ২০২০ সালে ১৯,০০০ কোটি ইউয়ানে উন্নত হয়। মানুষের গড়ায়ু ১৯৫৯ সালের ৩৫.৫ বছর থেকে বেড়ে  ৭১.১ বছরে উন্নত হয়। (আকাশ/এনাম/রুবি)