বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
2021-03-26 20:37:10

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত_fororder_微信图片_20210326203033

মার্চ ২৬: আজ (শুক্রবার)বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে। এ উপলক্ষ্যে দিনের শুরুতে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাহবুব-উজ-জামান। পরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতাযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত_fororder_微信图片_20210326203129

সন্ধ্যায় বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বেইজিংয়ের একটি হোটেলে আরেকটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান উ ওয়েইহুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লুও চাওহুইবেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত_fororder_微信图片_20210326203027

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে চীন-বাংলাদেশ বন্ধুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর দেশ বাংলাদেশের উন্নয়ন-প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।   (আলিম/ছাই)