আপন আলোয়: পর্ব---৫
2021-02-26 16:09:00

শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের খবরাখবর, বরেণ্য ব্যক্তিত্ব ও প্রতিভাবান-সৃষ্টিশীল তরুণদের জীবন ও কর্ম নিয়ে সাজানো আমাদের এ অনুষ্ঠান। খ্যাতিমানদের কৃতি মানুষ হয়ে ওঠার অনুপ্রেররণা, সৃষ্টিশীল তরুণদের স্বপ্ন, তাদের জীবনের আনন্দ-বেদনার গল্প নিয়েই ‘আপন আলোয়’।

আপন আলোয় আমাদের এবারের অতিথি নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। অন্তরঙ্গ আলাপচারিতায় আমরা শুনবো আবৃত্তি নিয়ে তার দীর্ঘ চার দশকের স্বপ্ন-সংগ্রাম ও সাফল্যগাঁথার গল্প।

তবে তার আগে বাংলাদেশ ও চীনে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের খবর। তানজিদ বসুনিয়ার প্রতিবেদন ।

 

অমর একুশে: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপন আলোয়: পর্ব---৫_fororder_3

ভাষা শহীদদের প্রতি নতুন প্রজন্মের শ্রদ্ধাঞ্জলি

করোনা মহামারির মধ্যেও শ্রদ্ধা-ভালোবাসায় জাতি স্মরণ করেছে বায়ান্নের ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, বিদেশী কূটনীতিক, তিনবাহিনীর প্রধানরা, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শহীদ মিনারে আগতদের জন্য নিশ্চিত করা হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছিল সুরক্ষা ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। সবার কণ্ঠে এক দাবি- সর্বস্তরে বাংলার প্রচলন। তবে ভাষা আন্দোলনের ৬৯ বছর পর কী অবস্থায় রয়েছে সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি। ভাষাসংগ্রামী এবং বিশ্লেষকরা বলছেন, সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

আপন আলোয়: পর্ব---৫_fororder_4

মহান একুশের বিশেষ অনুষ্ঠানে সিআরআই ঢাকা স্টেশনের কর্মীরা

এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ- সিএমজি বাংলাদেশ ব্যুরো। চায়না রেডিও ইন্টারন্যাশনাল-সিআরআই বাংলা বিভাগের পরিচালক এবং সিএমজি বাংলাদেশ ব্যুরোর চিফ কোরেসপন্ডেন্টস ইয়ু কুয়াং ইউয়ে আনন্দীর গ্রন্থনা ও উপস্থাপনায় ২৩ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান নির্মিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বিশেষ আয়োজনে সিআরআইতে কর্মরত বাংলাদেশ ও চীনা কর্মীরা অংশগ্রহণ করেন।

আপন আলোয়: পর্ব---৫_fororder_5

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে মহান একুশের অনুষ্ঠান

এদিকে দিবসটি উপলক্ষ্যে চীনে বাংলাদেশী দূতাবাসের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশী দূতাবাসে সদ্য প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘ছোট শহীদ মিনারে’ ফুলেল শুভেচ্ছা জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। এ সময় দূতাবাস কর্মী, কূটনীতিকবৃন্দ, চীন সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এবং দুই দেশের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশী রাষ্ট্রদূতের নেতৃত্বে সবাই ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন।

 

চীনের চলচ্চিত্র: দ্য স্টোলেন ইয়ারস

আপন আলোয়: পর্ব---৫_fororder_6

দ্য স্টোলেন ইয়ারস

ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার প্রিয়জন আপনার পাশে নেই। অফিসে গিয়ে দেখলেন আপনার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ আপনার সাথে আগের দিনের মত করে আচরণ করছে না। ঠিক এমনি কিছুর মুখোমুখি হবেন চীনের জনপ্রিয় সিনেমা দ্য স্টোলেন ইয়ারস- এ।  

সিনেমার শুরুতে হ মান ও সি ইউর সুন্দর একটি হানিমুনের দেখা পাবেন আপনি। কিন্তু হানিমুন শেষে ফেরার পথে গাড়ী দুর্ঘটনার শিকার হন হ মান ও তার স্বামী সি ইউ।

হাসপাতালের বেডে জ্ঞান ফেরার পর চোখ মেলেই স্বামীকে খুঁজতে থাকেন হ মান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কেটে গেছে ৫ বছর। তার বোনের কাছে তিনি জানতে পারেন যে, তার প্রিয় স্বামী সি ইউ তাকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার শুরু করেছে।

এরপর তিনি দেখতে পান যে তার কাছের মানুষগুলোও কেমন যেন অপরিচিত হয়ে গেছে। পালটে গেছে আশেপাশের পরিবেশ। অজানা এক কারণে দূরে থাকার চেষ্টা করছে সবাই।

কি ঘটেছিলো এই ৫ বছরে- তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেন হ মান।

হ মানের মরিয়া হয়ে খোঁজা তার বিবাহ বিচ্ছেদের পিছনের কারণ কিংবা এই গাড়ি দুর্ঘটনার পরে তার বেশিরভাগ বন্ধুদের তাকে সম্পূর্ণ ভুলে যাওয়ার কারণ খুঁজে বের করতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি।

সম্পর্কের ভাঙ্গা-গড়া, জীবনের সঙ্কট সমাধানের অসধারণ প্যাকেজের মিশেল আপনাকে ধরে রাখবে পর্দায়। বিশেষ করে সিনেমার প্রথম ৪৫ মিনিট আপনাকে মুগ্ধ করবে।

অনেকেই বলছেন চীনের জনপ্রিয় অভিনেত্রী পাই পাই হো জনপ্রিয়তা এই সিনেমার সফলতার মুল উৎস। কারণ ২০১১ সালে তার রোমান্টিক সিনেমা লাভ ইজ নট ব্লাইন্ড ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

তবে জনপ্রিয় দু'জন তরুণ অভিনেতা-অভিনত্রীকে নিয়ে পরিচালক অং চুন চুনের নির্মাণ করা দা স্টোলেন ইয়ার্সের নির্মাণকে সাহসী উদ্যোগ বলেছেন চলচ্চিত্র বোদ্ধারা।

২৯ শে আগস্ট ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা চীনের বক্স অফিসে দারুণ ব্যবসা করে। আপনি চাইলে ইউটিউবে উপভোগ করতে পারেন সিনেমাটি।

প্রতিবেদন: হোসনে মোবারক সৌরভ।

 

অন্তরঙ্গ আলাপনে শিমুল মুস্তাফা

আপন আলোয়: পর্ব---৫_fororder_7

নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার সঙ্গে অন্তরঙ্গ আলাপন

...যে দিন রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে আমার প্রথম অনুষ্ঠান, সেদিন ঢাকা এসেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আমার ভাবনা হয়েছিল কেউ কি শুনতে আসবে আমার আবৃত্তি। কিন্তু অনেকেই এসেছিলেন আমার কবিতা শুনতে...কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজসহ আরো অনেকে এসেছিলেন সেদিন...

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা জানালেন আবৃত্তি নিয়ে তার চারদশকের স্বপ্ন-সংগ্রাম ও সাফল্যগাঁথার গল্প....

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

শুভ বিদায়…চায় চিয়েন।   

ছবি: হাবিবুর রহমান অভি, তানজিদ বসুনিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম