মহামারীকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিপর্যয় হয়েছে: সিআরআই সম্পাদকীয়
2021-02-23 16:18:23

মহামারীকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিপর্যয় হয়েছে: সিআরআই সম্পাদকীয়_fororder_02231

মহামারীকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিপর্যয় হয়েছে: সিআরআই সম্পাদকীয়_fororder_2232

ফেব্রুয়ারি ২৩: সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি মার্কিনীদের গড় আয়ু-সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২০ সালের প্রথমার্ধে মার্কিনীদের গড় আয়ু এক বছর কমে গেছে। বর্তমানে তা ৭৭.৮ বছরে নেমে এসেছে। নভেল করোনাভাইরাসে ব্যাপক মৃত্যু হলো মার্কিনীদের গড় আয়ু হ্রাসের প্রধান কারণ।

যুক্তরাষ্ট্রের লোকসংখ্যা বিশ্বের জনসংখ্যার চার শতাংশ। তবে দেশটিতে নভেল করোনাভাইরাসে মৃতের হার ২০ শতাংশ। গতকাল (সোমবার) পর্যন্ত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ৫ লাখেরও বেশি লোক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রে মহামারী প্রতিরোধের দুর্বলতার ফলে এত লোকের মৃত্যু হয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট বিপর্যয়। সাবেক ট্রাম্প প্রশাসন এজন্য দায়ী বলে মনে করে সিআরআই সম্পাদকীয়।

যুক্তরাষ্ট্রে মহামারী উন্নয়নের গোটা প্রক্রিয়ার দিকে দৃষ্টি দিলে দেখা যায়, মহামারী শুরুতে ট্রাম্প প্রশাসন তা অবহেলা করেছিল। এরপর মহামারী মোকাবিলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মহামারী পরিস্থিতির অবনতি হলে ট্রাম্প প্রশাসন তা প্রতিরোধের ব্যবস্থা নেয় নি, বরং অন্যকে দোষ দিয়েছে।

মানুষের প্রাণ রক্ষার অধিকার সবচেয়ে বড় অধিকার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো বরাবরই নিজেদের ‘মানবাধিকার রক্ষাকারী’ হিসেবে দাবি করে। তবে মহামারির সময় এসব দেশগুলোর কুৎসিত রূপ প্রকাশ পেয়েছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)