চীন ৫৩টি দেশকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা সহায়তা দিচ্ছে
2021-02-23 19:10:23

ফেব্রুয়ারি ২৩: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, চীন সবার আগে কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক গণ-পণ্য হিসেবে ঘোষণা দিয়েছিল। চীন নিজস্ব অসুবিধা কাটিয়ে উঠেছে এবং ৫৩টি দেশকে বিনামূল্যে টিকা সহায়তা দিচ্ছে।

 

ইতোমধ্যে পাকিস্তান, কম্বোডিয়া, লাওস, নিরক্ষীয় গিনি, জিম্বাবুয়ে, মঙ্গোলিয়া, বেলারুশ ও অন্যান্য দেশে টিকা সরবরাহ করেছে চীন। আগ্রহী আরও ২৭টি দেশে টিকা রফতানি করা হয়েছে।

সার্বিয়া, হাঙ্গেরি, পেরু, চিলি, মেক্সিকো, কলম্বিয়া, মরোক্কো, সেনেগাল, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও অন্যান্য দেশে টিকা পৌঁছে গেছে। এর বেশিরভাগই বিশ্বের উন্নয়নশীল দেশ। চীন আশা করে, আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে মহামারী প্রতিরোধে সাহায্য দিতে সক্ষম দেশগুলো এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে টিকা খাতে অব্যাহত সহযোগিতা বজায় রাখবে চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)