মানবাধিকারের অজুহাতে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করা উচিত
2021-02-23 18:29:19

মানবাধিকারের অজুহাতে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করা উচিত_fororder_xinjiang

ফেব্রুয়ারি ২৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয় এবং চীনের কমিউনিস্ট পার্টির সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল কমিটি গতকাল (সোমবার) উরুমুচি শহরে যৌথভাবে ‘চীনের কমিউনিস্ট পার্টির গল্প’ নামে সিনচিয়াং-সম্পর্কিত বিশেষ সম্মেলনের আয়োজন করেছে।

 

সম্মেলনে বিভিন্ন ইসলামি দেশের শতাধিক রাজনৈতিক দল ও সংস্থাসহ ৮০টিরও বেশি দেশের ১৯০টিরও বেশি রাজনৈতিক পার্টি বা সংস্থার তিন শতাধিক প্রতিনিধি ‘জনগণের সুন্দর জীবন’ নিয়ে গভীর মতবিনিময় করেছে এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছে।

 

বিভিন্ন পক্ষ একমত হয়েছে যে, জনগণের আরো সুন্দর জীবন গঠন হলো বিভিন্ন দেশের রাজনৈতিক দলের অভিন্ন লক্ষ্য ও দায়িত্ব।

মানবাধিকারের অজুহাতে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করা উচিত_fororder_xinjiang2

বিভিন্ন পক্ষ লক্ষ্য করেছে যে, করোনাভাইরাসের মহামারি দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বের প্রায় সাত বিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছে আরো ২০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বিভিন্ন পক্ষ মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্যকে শীর্ষ স্থানে রাখা, আন্তর্জাতিক মহামারি প্রতিরোধের কাজ জোরদার করা, মানবস্বাস্থ্যের কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

 

বিভিন্ন পক্ষ মানবাধিকারের অজুহাতে জোর দিয়ে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করেছে।

 

তারা চীনের  কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শত বর্ষ পূর্তিতে সিপিসি ও চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছে, সিপিসি’র চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে অর্থনীতির দ্রুত উন্নয়ন ও সমাজের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বাস্তবায়নের প্রশংসা করেছে।

 

বিভিন্ন পক্ষ বিশ্বের করোনাভাইরাস মহামারি প্রতিরোধে চীনের গুরুত্বপূর্ণ সহায়তার প্রশংসা করে বলে, তারা সিপিসি’র সঙ্গে দেশ পরিচালনার অভিজ্ঞতা শেয়ার করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/লিলি)