সুপার পাওয়ার রাষ্ট্রে সবসময় দুর্যোগ কেন ঘটে?—সিআরআই সম্পাদকীয়
2021-02-23 20:01:27

সুপার পাওয়ার রাষ্ট্রে সবসময় দুর্যোগ কেন ঘটে?—সিআরআই সম্পাদকীয়_fororder_1614078070165_817_800x450

ফেব্রুয়ারি ২৩: সোমবার করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। যা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিন সেনার মোট সংখ্যার চেয়েও বেশি।

তা ছাড়া এই শীতে বিরূপ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে নিহত হয়েছে ৭৬জন। টেক্সাস রাজ্যে যারা মহামারিতে মারা যান নি, তারা বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রচণ্ড শীতে নিজের বাড়িতে প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।

এই দুই সংখ্যা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরছে। তাহলে এর কারণ কি? সিআরআই সম্পাদকীয় মনে করে, প্রধানত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

মহামারির শুরুতে মার্কিন রাজনীতিকরা দ্রুত গতিতে পুঁজিবাজারে নিজেদের শেয়ার বিক্রি করে নিজের আর্থ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করেছেন।

মহামারি প্রতিরোধে মাস্ক পরা থেকে অর্থনৈতিক সহায়তা পরিকল্পনা পর্যন্ত, চিকিত্সা-সহায়তা যন্ত্রের বিতরণ থেকে টিকা গ্রহণ পর্যন্ত, দুই রাজনৈতিক পার্টি শুধুই নিজস্ব রাজনৈতিক স্বার্থেই কাজ করেছে; তারা কার্যকরভাবে মহামারি প্রতিরোধ করে নি।

যদি মার্কিন রাজনীতিকরা জনগণের প্রাণকে বেশি গুরুত্ব না দেয়, তাহলে দেশের আরও মানুষ প্রাণ হারাবে ও জনগণের আস্থা নষ্ট হবে বলে মনে করে সিআরআই সম্পাদকীয়।

(শুয়েই/তৌহিদ/লিলি)