তোমাকে দেখতে চাই
2021-02-23 12:35:44

তোমাকে দেখতে চাই_fororder_u=3387354754,1515188538&fm=26&gp=0

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একটি রক ব্যান্ডের পরিচয় দেবো। ব্যান্ডটির নাম বাসানইয়াও। ব্যান্ডটির প্রধান ও কীবোর্ড প্লেয়ার হলেন স্যিয়াও জু। প্রধান গায়ক লি স্যিয়ান ফু। বেসিস্ট বা থিয়ান, ড্রামার ছাই ই চান ও গিটারিস্ট লি বি। পাঁচ জন নিয়ে ব্যান্ডটি গঠিত হয়। ২০০৩ সালে এর সদস্যরা হাইস্কুলের সময় ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্যান্ডটি কোনো সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেনি। তবে বিভিন্ন সংগীত উত্সবে পার্ফমেন্স করেছে। এখন শোনাবো ব্যান্ডটির ‘তোমাকে দেখতে চাই’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটি তখন খুবই জনপ্রিয় চীনের তাইওয়ানের একটি টিভি সিরিজের থিম সং। গানটি এ টিভি সিরিজের মতো খুবই জনপ্রিয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাসানইয়াও ব্যান্ড’র ‘তোমাকে দেখতে চাই’ শীর্ষক গান। ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি বা সান ইয়াও প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করে। ২০০৮ সালে ব্যান্ডটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। এরপর আগের ড্রামার ব্যান্ডটি ত্যাগ করেন। দ্বিতীয় ড্রামার হুয়াং জি ইউ ব্যান্ডটিতে যোগ দেন। ২০১২ সালে ব্যান্ডটি বিন-মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। একই বছরের ২৫ মে তৃতীয় অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটি দিয়ে ব্যান্ডটি হিটো সংগীত অ্যাওয়ার্ডজের পুরস্কার লাভ করে। কিন্তু এরপর ব্যান্ডটির কোনো কোনও সদস্য বাহিনীতে দায়িত্ব পালন শুরু করেন। এখন শোনাবো ব্যান্ডটি’র ‘আমি বিশ্বকে বদলে দিতে চাই না’ শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

তোমাকে দেখতে চাই_fororder_src=http___radiofull.iwant-in.net_singerpicture_3386c95c727f868ad44742b7e69bf55c.jpeg&refer=http___radiofull.iwant-in

বন্ধুরা, শুনছিলেন বাসানইয়াও ব্যান্ড’র ‘আমি বিশ্বকে বদলে দিতে চাই না’ শীর্ষক গান। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ব্যান্ডটি’র সদস্যরা বাহিনীর দায়িত্ব পালন শেষ করে পুনরায় বিনোদন জগতে প্রবেশ করেন। এ বছরের ২৮ নভেম্বরে ব্যান্ডটি চতুর্থ অ্যালবাম প্রকাশ করে। ২০১৬ সালের ৭ মে ব্যান্ডটি মিউজিক রেডিও’র উদ্যোগে টপ সংগীত উত্সবের শ্রেষ্ঠ ব্যান্ডের অ্যাওয়ার্ডজ লাভ করে।  ২০১৬ সালের ৩০ ডিসেম্বর ব্যান্ডটি পঞ্চম অ্যালবাম প্রকাশ করে। এখন শোনাবো ব্যান্ডটি’র ‘দৈত্য’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। লি স্যিয়ান ফু গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাসানইয়াও’র ‘দৈত্য’ শীর্ষক গান। এখন শোনাবো ব্যান্ডটি’র ‘আমি কেন কেঁদেছি’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: বন্ধুদের সঙ্গে গান গাইছি। বন্ধুদের সঙ্গে হটপট খাচ্ছি। বর্তমান কার্নিভালে আগের ভিন্ন খুশি লাগে। ভিন্ন রাত ও ভোর। জীবনে খুশি লাগে, কিন্তু কেন কাঁদি? কেন আমি কাঁদি। তোমার কথা পড়ি, তোমার প্রিয় গান করি, তোমার প্রিয় খাবার খাই। কেন আমি কাঁদি! আমরা পরস্পরকে অনন্তকালের প্রতিশ্রুতি দিয়েছি। আমি কাঁদতে চাই না। আমি অন্যকে ভালবাসী। তুমি এখন কাকে ভালোবাস? আমি আন্তরিকভাবে তোমাকে শুভেচ্ছা জানাই।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন বাসানইয়াও ব্যান্ডের ‘আমি কেন কেঁদেছি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘স্যিয়াও সিন কান’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। এর আগে ব্যান্ডটির সদস্য লি স্যিয়ান ফু লিভার দান সার্জারি করিয়েছিলেন। চীনা ভাষায় কান মানে লিভার। স্যিয়াও সিন মানে সাবধান। স্যিয়াও সিন কান মানে সাবধান, তোমার লিভার। স্যিয়াও সিন কান আরেকটি অর্থ হলো ছোট বেবি। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছেন বাসানইয়াও ব্যান্ড’র আরেকটি গান। গানটি ২০১৮ সালের অগাষ্ট মাসে রিলিজ হয়। লি স্যিয়ান ফু গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। গানটিতে বলা হয়েছে: আমার প্রিয় গান কেউ গাইতে পারেন? আমার প্রেমিকা তুমি কোথায় গেছো? আমার প্রিয় বন্ধু, কে তোমার কাছে থাকে? আমার কাছে শুধুমাত্র একটি গিটার আছে। কখন আমার মেয়ে আমার কাছে আসবে? আমাদের যুবাদের শ্রদ্ধা করি, যে সাহসী যুবক, যে চালিকাশক্তিসম্পন্ন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)