স্যিয়াওবাও
2021-02-23 12:26:37

স্যিয়াওবাও_fororder_48540923dd54564e01526c2c9f19bb84d1584f39

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী দং বাও শি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো।  তিনি ১৯৮৬ সালে চিলিন প্রদেশের ছাংছুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন র‍্যাপার। ২০১৬ সালের জুলাই মাসে তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করে আনুষ্ঠানিভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘নেকড়ে ডিস্কো’ শীর্ষক গান। গানটির আসল বিস্ট রচনা করেছেন ফিনল্যান্ডের সংগীতজ্ঞ বিলোহো ইহাকসী (Vilho Ihaksi)। দং বাও শি গানটির কথা লিখেছেন। ২০১৯ সালে গানটি রিলিজ হওয়ার পর চীনে খুবই জনপ্রিয় হয়। দং বাও শিও গানটি দিয়ে একটি সংগীত প্রতিযোগিতার স্বর্ণপদক লাভ করেন। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন দং বাও শি’র কন্ঠে ‘নেকড়ে ডিস্কো’ শীর্ষক গান। ২০১৭ সালের অক্টোবর মাসে তিনি দ্বিতীয় ইপি প্রকাশ করেন। ২০১৯ সালে তিনি চীনের একটি র‍্যাপ প্রতিযোগিতায় অংশ নেন। এর মাধ্যমে তাঁর গান চীনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এরপর তিনি একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন। ২০২০ সালের ২৪ জানুয়ারি তিনি সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় অংশ নেন।  এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সেনাবাহিনীতে যোগদান করি’ শীর্ষক গান। গানটি গত ৯ জানুয়ারি প্রকাশিত হয়। তিনি গানটির সুর রচনা ও কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা এ নতুন গান পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দং বাও শি’র কন্ঠে  ‘সেনাবাহিনীতে যোগদান করি’ শীর্ষক গান। ২০০৩ সালে তিনি র‍্যাপ শিক্ষা শুরু করেন। তখন তিনি একজন হাইস্কুলের শিক্ষার্থী। তিনি স্কুলের একটি ব্যান্ডে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন না। সেজন্য তিনি একজন সহপাঠীর সঙ্গে র‍্যাপ গ্রুপ গড়ে তোলেন। ২০০৫ সালে তিনি স্যিআনে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। দু’জন একটি উত্তর-পূর্ব চীনের বৈশিষ্ট্যময় র‍্যাপ গ্রুপ গড়ে তোলার চেষ্টা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘উত্সাহিত হয়ে উঠে’ শীর্ষক গান। গানটি চলতি বছর প্রকাশিত একটি নতুন গান। গানটি এ বছরের সিসিটিভি’র আয়োজিত বসন্ত উত্সব গালায় গাওয়া হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

স্যিয়াওবাও_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_11621490714_0&refer=http___inews.gtimg

বন্ধুরা, শুনছিলেন দং বাও শি’র কন্ঠে ‘উত্সাহিত হয়ে উঠে’ শীর্ষক গান। ২০০৭ সাল থেকে তিনি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা অংশ নেন। ২০১৬ সালে প্রকাশিত তাঁর প্রথম ইপিতে দু’টি গান অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালের অক্টোবর মাসে তিনি পাঁচটি গান প্রকাশ করেন। একই বছরে তিনি বিচারক হিসেবে ইন্টারনেট সংগীত অনুষ্ঠানে অংশ নেন। ২০১৮ সালের অক্টোবরে তিনি চতুর্থ ইপি প্রকাশ করেন। এতে দু’টি গান অন্তর্ভুক্ত হয়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভালবাসার চাচা’ শীর্ষক গান। গানটি ২০২০ সালের জুন মাসে প্রকাশিত হয়। গানটি দং বাও শি’র নিজের লেখা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দং বাও শি’র কন্ঠে ‘ভালবাসার চাচা’ শীর্ষক গান। জনপ্রিয় হয়ে ওঠার পর তিনি অন্য কন্ঠশিল্পীদের জন্য সংগীত রচনা শুরু করেন এবং অনেক টিভি শোতে অংশ নেন। ২০১৪ সালে তাঁর ছেলে জন্মগ্রহণ করে। ২০১৫ সালে তাঁর স্ত্রী অসুস্থ হওয়ায় দং বাও শি’র পরিবার স্ত্রীর জন্মস্থানে ফিরে যায়। তিনি অস্থায়ীভাবে বিনোদন-জগত ত্যাগ করেন। কিন্তু তিনি সংগীত রচনার চেষ্টা অব্যাহত রাখেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যাত্রা করা’ শীর্ষক গান। গানটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়। গানটি প্রকাশ করার সময় চীনে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ছিল। গানটি চিকিত্সাকর্মীদের জন্য রচনা করেছেন তিনি। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দং বাও শি’র কন্ঠে ‘যাত্রা করা’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্যিয়াওবাও’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালের নভেম্বরে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। গানটিতে বলা হয়েছে: প্রত্যেক বাবা সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারে না। কিন্তু প্রত্যেক বাবা নিজের সন্তানকে রক্ষা করেন। সন্তান হলো বাবা’র শ্রেষ্ঠ উপহার। প্রত্যেক বাবার কাজ খুব সহজ ও আনন্দদায়ক নয়। কিন্তু প্রত্যেক বাবা নিজের সন্তানকে রক্ষা করেন। প্রতি সেকেন্ডে বাবা আমাদেরকে রক্ষার চেষ্টা করেন। বাবা চান, আমরা ভাল থাকি। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)