বাংলাদেশে দ্বিতীয় চালানে আসছে আরও ২০ লাখ টিকা
2021-02-22 19:40:28

বাংলাদেশে দ্বিতীয় চালানে আসছে আরও ২০ লাখ টিকা_fororder_xin3

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান আসার কথা রয়েছে আজ। 

ভারত থেকে টিকা আমদানি করা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা জানায়, এ চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আনা হচ্ছে। তবে, সবাই যেহেতু বিনামূল্যে টিকা পাবে, তাই এখনই বেসরকারিভাবে টিকা আনার পরিকল্পনা নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এই টিকার তিন কোটি ডোজ কিনতে গেল বছর নভেম্বরে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউটের।