বাংলাদেশে টিকা নিয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ
2021-02-22 19:41:14

বাংলাদেশে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরুর পর থেকে টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুধু রাজধানী ঢাকাতেই টিকা গ্রহণ করেছেন প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ। সবাইকে উৎসাহিত করতে প্রতিদিনই টিকা নিচ্ছেন সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

সারাদেশে ১ হাজারেরও বেশি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলছে এ কার্যক্রম। এতে কাজ করছেন ৪২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী।

এদিকে ভারত থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ৫৭৮ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।