ডক্টর মোহাম্মাদ আরমান হোসেনের সাক্ষাত্কার
2021-02-20 16:46:25

ডক্টর মোহাম্মাদ আরমান হোসেনের সাক্ষাত্কার_fororder_捕获.PNG

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মাদ আরমান হোসেন। তিনি ২০১২ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এম বি বি এস শেষ করে, একজন হেলথ ক্যাডার হিসেবে বাংলাদেশের সরকারি চাকরিতে যোগ দেন। দুই বছর মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল এ কাজ করেন তিনি। এরপর ইউরোলোজি বিভাগে মাস্টার্স করার জন্য ২০১৭ সালে চীনের ছুংছিং চিকিত্সা বিশ্ববিদ্যালয়ে আসেন। মোহাম্মাদ আরমান হোসেন চীনকে ভালবাসেন। তিনি চীনের বিভিন্ন খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দেন। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ এবং কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন ইস্যুতে নিয়ে তিনি চায়না ডেইলিসহ বিভিন্ন পত্রিকায় নিজে প্রবন্ধ প্রকাশ করেছেন। এ ছাড়া, আরমান চীনা খাবার পছন্দ করেন। চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে তিনি সমৃদ্ধ চীনা খাবারের প্রস্তুতি নিয়েছেন। চলুন কথা বলি তাঁর সঙ্গে।