জাং চিয়ে
2021-02-19 15:56:51

জাং চিয়ে_fororder_src=http___picture.ik123.com_uploads_allimg_130330_2-130330111950&refer=http___picture.ik123

জাং চিয়ে ১৯৮২ সালের ২০ ডিসেম্বর সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের পপ সঙ্গীত গায়ক। ২০০০ সালে পরিবারের চাপে তিনি সিছুয়ান নর্মাল ইউনিভার্সিটিতে প্রবেশ করেন। কারণ শিল্প সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের খরচ বেশি ছিল। লেখাপড়ার সময় তিনি বারে গায়ক হিসেবে গান গেয়েছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকবার ইউনিভার্সিটির ভাল ছাত্র অনারারি ও বৃত্তি পেয়েছেন। ২০০৩ সালে তিনি জাতীয় পর্যায়ের ক্যাম্পাস গায়ক প্রতিযোগিতা এবং  অন্যান্য প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে খুব ভাল ফলাফল অর্জন করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের প্রথম গান হিসেবে আমি আপনাদের জাং চিয়ে’র একটি গান শোনাই, গানের নাম ‘শুধু সাধারণ চাই’। গানটি ২০১৮ সালের জুন মাসে মুক্তি পাওয়া ‘বেঁচে থাকার জন্য মারা যাচ্ছে’ চলচ্চিত্রএর থিম সং। জাং চিয়ে চীনের একজন বিখ্যাত গায়িকা জাং বিছেনের সঙ্গে গানটি গান। শুনুন তাহলে গানটি। 

 

‘মনের শান্তিকে ভুলে যাবেন না’ গানটি হংকংয়ের সিরিজ চলচ্চিত্র ‘আড়ি পাতা’র থিম সং। গানটি জাং চিয়ে ২০০৯ সালে প্রকাশিত অ্যালবামে এবং ২০১২ সালে প্রকাশিত সিলেক্টিভ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। বেশি কথা না বলি, আমরা তাহলে এক সঙ্গে জাং চিয়ের কণ্ঠ শুনি, কেমন? 

জাং চিয়ে_fororder_u=1450073507,2463708158&fm=26&gp=0

‘আমাদের গান’ হচ্ছে জাং চিয়ে’র গাওয়া অন্য একটি গান। গানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে তাঁর প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘আমাকে আবারও ভালোবাসো’তে অন্তর্ভূক্ত হয়। গানটিতে সে বছর জাং চিয়ে প্রতিযোগী থেকে চ্যাম্পিয়ন পর্যন্ত, এবং বর্তমান গায়ক পর্যন্ত তাঁর হৃদয়ের যাত্রা গাওয়া হয়। জাং চিয়ে গানটি খুবই পছন্দ করেন এবং সুযোগ পেলে নিজের অনুরাগীদের সঙ্গে গানটির রেকর্ডিং ও সঙ্গীত ভিডিও করার প্রত্যাশা প্রকাশ করেন। যাতে এমন উপায়ে শোবিজে আসার দু’বছরে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানানো যায়। তাহলে আমরা এক সঙ্গে জাং চিয়ে’র হৃদয়ের যাত্রার শব্দ শুনি। 

 

গান গাওয়া ছাড়া জাং চিয়ে গণ-কল্যাণ ক্যারিয়ারের উপর মনোযোগ দেন। ২০১২ সালে তিনি এক তহবিল সৃষ্টি করেন। ২০২০ সাল পর্যন্ত তিনি চীনের বিভিন্ন জায়গায় প্রায় ৫০টি জাং চিয়ে সঙ্গীত স্বপ্ন ক্লাসরুম প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি চীনের পশ্চিমাঞ্চলে কয়েক ডজন গণ-ক্যালণ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন।

 

প্রিয় বন্ধুরা, ‘তিনজনের তিন জীবন’ একটি চীনা টিভি নাটকের উদ্বোধন সঙ্গীত। ২০১৭ সালে জাং চিয়ে গানটি দিয়ে দশম চায়না গোল্ড রেকর্ড পুরষ্কারে পপ শ্রেণীতে শ্রেষ্ঠ অভিনেতা  নির্বাচিত হন। বন্ধুরা, এখন আমি আপনাদের গানটি শোনাচ্ছি, কেমন? 

জাং চিয়ে_fororder_src=http___p1crires.cri.cn/yafei/p2_M00_61_96_CqgNOleMTMuAZy0PAAAAAAAAAAA440.900x599&refer=http___p2.cri

‘আগামী কালের পর’ হচ্ছে জাং চিয়ে’র গাওয়া একটি গান। গানটি ২০০৮ সালের আগস্ট মাসে তিনি একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত করেন। উল্লেখ্য, গানটি ২০০৮ সালে বেইজিং পপ সঙ্গীতানুষ্ঠানের বছরের সেরা গোল্ডেন মেলোডি জিতে। আগামী কালের পর কী হবে? শুনি তাহলে।

 

প্রিয় বন্ধুরা, আমরা জাং চিয়ে কয়েকটি গান শুনেছি, তা সবই চীনা ভাষার গান। কিন্তু তিনি ইংরেজী গানও গান। তাহলে এখন আমি আপনাদের জাং চিয়ে’র গাওয়া একটি ইংরেজী গান শোনাই, কেমন? গানের নাম ‘সব কিছুই বিদায় জানাবে’।

জাং চিয়ে_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201607_18_20160718205532_XHGN3.jpeg&refer=http___b-ssl.duitang

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের জাং চিয়ে’র অন্য একটি গান শোনাই। গানের নাম ‘সে বুঝে না”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

 

(প্রেমা/এনাম)