চীনা উপহারের কোভিড-১৯ টিকা জিম্বাবুয়েতে পৌঁছেছে
2021-02-15 19:07:16

ফেব্রুয়ারি ১৫: আজ (সোমবার) চীনের উপহারের কোভিড-১৯ টিকা বহনকারি বিমানটি জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পৌঁছেছে। 

দেশেটির উপ-রাষ্ট্রপতিসহ একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা বিমানবন্দরে চীনা টিকার চালান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

উপ-রাষ্ট্রপতি বলেন, ভাইরাসের বিরুদ্ধে জিম্বাবুয়ের প্রতিরোধে চীন বরাবরই সাহায্য করে আসছে। এবারের চীনা টিকা অবশ্যই জিম্বাবুয়কে মহামারী জয় করতে এবং স্বাভাবিক জীবনযাবন পূনরুদ্ধার করতে সহায়তা করবে। 

জিম্বাবুয়েতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুও সাউ ছুন বলেন, চীন হচ্ছে প্রথম দেশ, যে কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক গণপণ্যে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। চীনা উপহারের টিকা প্রথম গ্রহণকারী দেশসমূহের অনতম্য দেশ জিম্বাবুয়ে । এতে দু’দেশের সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ও গভীর বন্ধুত্বের প্রতিফলন হয়।(আকাশ/এনাম/রুবি)