বিভিন্ন দেশের উচিত যৌথভাবে ৫জি প্রযুক্তি উন্নত করা
2021-01-13 19:47:06

জানুয়ারি ১৩: সম্প্রতি কিছু মার্কিন রাজনীতিক বিভিন্ন দেশকে চীনের ৫জি-সংক্রান্ত প্রযুক্তি ব্যবহার না-করার হুমকি দিয়েছে। তবে, ৫জি প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন দেশের যৌথভাবে আলোচনা, কাজ ও বিনিময় করা উচিত। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ৫জি খাতে চীনের হাই-টেক শিল্প প্রতিষ্ঠানের অগ্রগতি উল্লেখযোগ্য। চীনের শিল্প ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, ৫জি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে চীনে সাত লাখেরও বেশি ৫জি বেস-স্টেশন স্থাপন করা হয়েছে। চীনে ৫জি ইন্টারনেটের আকার ও ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।  

মুখপাত্র আরও বলেন, বৈজ্ঞানিক অগ্রগতিতে বাধা দেওয়া, রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে সুনির্দিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকে আঘাত করা বৈজ্ঞানিক উন্নয়নের মৌলিক নিয়মের লঙ্ঘন। এতে নানা দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। চীন আশা করে, বিশ্বের বিভিন্ন দেশ নিজের ও আন্তর্জাতিক সমাজের জন্য উন্মুক্ত ও ন্যায়সঙ্গত পুঁজি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)