তুমি হলো আমার একমাত্র সংযুক্তি
2021-01-12 10:06:09

তুমি হলো আমার একমাত্র সংযুক্তি_fororder_src=http___pic18.nipic.com_20111209_4832673_161522458113_2&refer=http___pic18.nipic

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী মা চিয়ান থাও’র পরিচয় করে দিবো। তিনি ১৯৮১ সালের ২৮ অক্টোবরে হ্যনান প্রদেশের জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। তিনি নারী কন্ঠশিল্পী ওয়াং ৯সিসি’র সঙ্গে একটি ব্যান্ড গড়ে তুলেছেন। ব্যান্ডটির নাম থিয়ানলাইহুইইন। পিয়ানো, গিটার ও বেস বাজাতে তাঁর দক্ষতা বেশি। আজকের অনুষ্ঠানে আমি প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি হলো আমার একমাত্র সংযুক্তি’ শীর্ষক গান। গানটি ২০১০ সালে রিলিজ হয়। গানটি হলো একটি টিভি সিরিজের থিম সং। প্রথম গয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়ান ছেং স্যু। আশা করি, বন্ধুরা মা চিয়ান থাও’র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মা চিয়ান থাও’র কন্ঠে ‘তুমি হলো আমার একমাত্র সংযুক্তি’ শীর্ষক গান। মা চিয়ান থাও’র রচিত সংগীতে বৈচিত্র্যময়। ড্যান্স, রোক, সাইফোনি ও ইলেক্ট্রনিক বৈশিষ্ট্য দেখা যায়। ২০০৬ সালের ২৩ নভেম্বরে তিনি নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমাকে ভালোবাসা তোমার পক্ষে খুব কঠিন’ শীর্ষক গান। আমাকে ভালবাসা তোমার পক্ষে খুবই কঠিন। তুমি আমার না। তুমি নিজের প্রতিশ্রুতি ভেঙ্গে দিয়েছো। আমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। আমাকে ভালবাসা তোমার পক্ষে এত কঠিন কিনা? আচ্ছা, বন্ধুরা আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মা চিয়ান থাও’র কন্ঠে ‘আমাকে ভালবাসা খুব কঠিন’ শীর্ষক গান। ২০০৮ সালের মার্চ মাসে তিনি নিজের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৫ সালে তিনি নতুন বৈশিষ্ট্যময় গানটি প্রকাশ করেছেন। চীনের ঐতিহ্যগত বাদ্যযন্ত্র বাঁশ দিয়ে গানটির সুর বাজানো হয়। সংগীত শুনতে পরিশ্কার ও সুমধুর। বাঁশ ছাড়াও তিনি হাইফাই বৈশিষ্ট্য দিয়েছেন। তখন থেকে তিনি চীনের ফুচিয়ানের লোক সংগীত ও ব্রুস মিলে নতুন সংগীত বৈশিষ্ট্য শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘শাছিয়ানমো’ শীর্ষক গান। শাছিয়ানমো হলো চীনের ঐতিহ্যগত দেবতা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

তুমি হলো আমার একমাত্র সংযুক্তি_fororder_src=http___img1.gtimg.com_ent_pics_hv1_178_226_1911_124320583&refer=http___img1.gtimg

বন্ধুরা, শুনছিলেন মা চিয়ান থাও’র কন্ঠে ‘শাছিয়ানমো’ শীর্ষক গান। মা চিয়ান থাও ছোটবেলা থেকে সংগীতে কৌতূহল এবং আগ্রহ হয়ে উঠেন। কিন্তু তাঁর পরিবারের অবস্থা ভাল না। ১৬ বছর বয়সে তিনি একটি গিটার কিনেছেন এবং নিজস্ব শিক্ষা শুরু করেন। ১৭ বছর বয়সী তিনি হাংচৌ শহরে গিয়ে পাবে গান গাওয়া শুরু করেন। তখন থেকে তিনি সাত বছর দিয়ে চেচিয়াং, হুনান, শানস্যি ও হ্যনানে বিভিন্ন পাবে গান গাওয়া করতেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমাকে কষ্ট দিয়ে তোমার ব্যাথা লাগে না?’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মা চিয়ান থাও’র কন্ঠে ‘আমাকে কষ্ট দিয়ে তোমার ব্যাখা লাগে না?’ শীর্ষক গান। এ পর্যন্ত মা চিয়ান থাও দশ বছরে সংগীত রচনা করেছেন। তিনি কোন কোন বিখ্যাত্ কন্ঠশিল্পীর জন্য সংগীত রচনা করেন। এ পর্যন্ত কত সংগীত রচনা করেছেন, তাঁর মনে নেই। তিনি সুন্দর সংগীত প্রযোজনা করার জন্য অনেক দামী যন্ত্রপাতি কিনেছেন। তিনি বলেছিলেন, যদি কোন কন্ঠশিল্পী আমার রচিত গান গাওয়ার পর জনপ্রিয় হয়ে উঠবেন, তাহলে এটা আমার সন্তুষ্টি হবে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্নেহপরায়ণ গরুর মাংস নুডলস’ শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মা চিয়ান থাও’র কন্ঠে ‘স্নেহপরায়ণ গরুর মাংস নডলস’ শীর্ষক গান। মা চিয়ান থাও বলেছিলেন, তাঁর আশা খুবই সহজ। তা হলো নিজের বাবা মাকে নিয়ে বিদেশে গিয়ে ভ্রমণ করা। কিন্তু তিনি সবসময় ব্যস্ত থাকেন। তাঁর এ আশা এখনো বাস্তবায়িত হয় নি। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আমার জীবন’ শীর্ষক গান। মা চিয়ান থাও নারী কন্ঠশিল্পী মা ইউ স্যিয়া দ্বৈত গানটি গেয়েছেন। মা চিয়ান থাও গানটির সুর রচনা এবং কথা লিখেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)