আকাশ ছুঁতে চাই --- পাঠ ৩
2021-01-07 20:14:56

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা কথা বলি সেইসব নারীর সঙ্গে যারা তাদের জীবনে সাফল্য অর্জন করেছেন, অথবা সাফল্য পেতে চান।

অনুষ্ঠানের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি বাংলাদেশের নারী আন্দোলনের কিংবদন্তি নেত্রী সদ্য প্রয়াত আয়শা খানমের স্মৃতির প্রতি। তিনি নতুন বছরের শুরুতে ২ জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। দেশের বৃহত্তম নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ছিলেন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের নারী সমাজের জনপ্রিয় ও বলিষ্ঠ নেত্রী। তাকে আমাদের বিদায়ী অভিবাদন জানাই।

**জীবন সংগ্রামে নারী**
করোনা মহামারির প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের জীবনে। পুরুষের পাশাপাশি নারীর জীবনে নেমে এসেছে সংকট। অনেক নারী এ সময় সংসারের হাল ধরতে নতুনভাবে প্রবেশ করেছেন কর্মজীবনে। সিআরআই বাংলার পক্ষ থেকে কথা বলছি জীবন সংগ্রামী নারী গৃহকর্মী দেলোয়ারা বেগমের সঙ্গে।  

** সাক্ষাৎকার: এভারেস্ট জয়ী নিশাত মজুমদার**
অনুষ্ঠানে অতিথি প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশের নারী নিশাত মজুমদার। তিনি ২০১২ সালের ১৯মে এভারেস্ট শৃংগে প্রথম বাংলাদেশী নারী হিসেবে আরোহণ করেন। 
 

图片默认标题_fororder_1

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টুডিওতে নিশাত মজুমদার

 

图片默认标题_fororder_2


সিআরআই ঢাকা টিমের সঙ্গে নিশাত মজুমদার


 

图片默认标题_fororder_3


এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশের নারী নিশাত মজুমদার

 

 

 

 


**অসামান্য নারী: হোসনে মোবারক সৌরভের প্রতিবেদন**

图片默认标题_fororder_4

 
গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট আইসল্যান্ডের রাষ্ট্রপ্রধান ভিগডিস ফিন বোগাডোটির

অসামান্য নারী পর্বে আজ আপনাদের শোনাবো গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট আইসল্যান্ডের রাষ্ট্রপ্রধান ভিগডিস ফিন বোগাডোটিরের কথা। 
ভিগডিস ফিন বোগাডোটিরের জন্ম ১৯৩০ সালের ১৫ এপ্রিল আইসল্যান্ডের রিকজাভিক শহরে একটি শিক্ষিত পরিবারে। ভিগডিস ফ্রান্সের বিখ্যাত সোরবোন বিশ্ববিদ্যালয়সহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফরাসি ও ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। ১৯৬৩ সালে তিনি একজন কন্যাশিশুকে দত্তক গ্রহণ করেন। তিনিই প্রথম একা নারী যাকে সন্তান দত্তক নেয়ার অনুমতি দেয়া হয়। তিনি মানবাধিকার কর্মী হিসেবে খ্যাতি ও জনপ্রিয়তা পান। তিনি নারীর অধিকার নিয়ে বিভিন্ন সামাজিক আন্দোলন গড়ে তোলেন। ১৯৭৫ সালে আইসল্যান্ডে একটি ব্যাপক নারী অধিকার আন্দোলন হয়। ১৯৮০ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময় একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন মানবাধিকার কর্মীরা।  এই নির্বাচনে অংশ নিয়ে তিনজন পুরুষ প্রার্থীকে পরাজিত করে দেশটির প্রথম ও একমাত্র নারী প্রেসিডেন্ট হন ভিগডিস। তিনি চার মেয়াদে ১৯৯৬ সাল পর্যন্ত আইসল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন। এরপর তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। 
ভিগডিস ফিনবোগাডোটির সমগ্র বিশ্বে রাজনীতিতে নারীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করেছেন। 

 

 

 


**চীনের বীর যোদ্ধা নারী মু কুয়িইং**

图片默认标题_fororder_6

 
চীনের বীর নারী মু কুয়িইং

চীনা ইতিহাসের অন্যতম নারী ব্যক্তিত্ব মু কুয়িইং  ছিলেন চীনের বিচক্ষণ বীরনারী, যুদ্ধের সেনাপতি এবং অনেক গুণের অধিকারী। চীনের উত্তর সং রাজবংশের শাসনামলে তার জন্ম শাংতুং প্রদেশের মুখা গ্রামে। তার বাবা ছিলেন সেই গ্রামের প্রধান। বাবার কাছেই মার্শাল আর্ট শেখেন মু কুয়িইং। একদিন গ্রাম আক্রমণ করতে আসেন  ইয়াং জোংবাও নামে এক রাজকীয় সেনাপতি। মু তাকে যুদ্ধে পরাজিত করলেও তার প্রেমে পড়েন। সেসময় বিয়ের প্রস্তাব পুরুষরা দিত এবং নারীরা শুধু সম্মতি জানাতো। কিন্তু মু নিজেই ইয়াং জোংবাওকে বিয়ের প্রস্তাব দেন। ইয়াং এই প্রস্তাব গ্রহণ করেন। তবে একজন নারীর কাছে ছেলের এই পরাজয়কে মেনে নিতে না পেরে তার বাবা তাকে বন্দী করে রাখেন। মু তখন তাকে উদ্ধার এবং বিয়েতে সম্মতি আদায়ের জন্য শ্বশুরকেও যুদ্ধে পরাজিত করেন। 
বিয়ের পরও মু বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। প্রতিবেশী লিয়াও এথনিক গ্রুপের হামলার বিরুদ্ধে মু কুয়িইংয়ের বীরত্বপূর্ণ যুদ্ধের ফলে তার দেশ যুদ্ধ জয় করে। তিনি ছিলেন সং রাজবংশের সময়কার এক বিচক্ষণ সেনাপতি যিনি কূটনীতিতেও সাফল্য লাভ করেছিলেন। তিনি বিবাহিত জীবনেও সুখী ছিলেন। কিংবদন্তি অনুসারে তিনি যুদ্ধক্ষেত্রে সন্তান জন্মদানের পরপরই আবার যুদ্ধে যোগ দেন। চীনের ইতিহাসে মু কুয়িইং হলেন বীর, বিচক্ষণ, স্বাধীন নারীর প্রতীক। তাকে নিয়ে অনেক কাব্য, কাহিনি, নাটক, চলচ্চিত্র ও টিভি ড্রামা নির্মিত হয়েছে।  

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।  
অনুষ্ঠান উপস্থাপনা, লেখা ও গ্রন্থনা শান্তা মারিয়া
ছবি: হোসনে মোবারক সৌরভ