৪০কোটি কিলমিটার পথ অতিক্রম করল ‘থিয়ান ওয়েন-১’
2021-01-03 19:09:05

৪০কোটি কিলমিটার পথ অতিক্রম করল ‘থিয়ান ওয়েন-১’_fororder_W020210103649658418181

জানুয়ারী ৩: আজ (রোববার) বেইজিং সময় সকাল ৬টা পর্যন্ত চীনের মঙ্গলযান ‘থিয়ান ওয়েন-১’ তার কক্ষপথে ৪০কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এটি করতে যানটির সময় লেখেছে ১৬৩দিন। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। 

বতর্মানে এটি পৃথিবী থেকে ১৩০কোটি কিলমিটার, ও মঙ্গলগ্রহ থেকে ৮৩লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। মঙ্গলযানটির সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সময়সূচি অনুসারে আগামি এক মাস পর এটি মঙ্গলগ্রহের উপর অবতরণের প্রস্তুতি নিতে শুরু করবে। 

‘থিয়ান ওয়েন-১’ প্রেরণ করে চীন স্বাধীনভাবে মহাকাশ অনুসন্ধানের প্রথম পদক্ষেপ নেয়। এর মোট ওজন ৫ টন। বতর্মানে এটি আশানুরুপ কাজ করে চলছে।
 (আকাশ/এনাম/রুবি)