দক্ষিণ চীনে চলচ্চিত্রের নতুন আশা
2020-12-24 18:42:59

দক্ষিণ চীনে চলচ্চিত্রের নতুন আশা_fororder_hainan

‘চলচ্চিত্রের বড় দেশ থেকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার গতি পরিবর্তন হয়নি। হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মাধ্যমে হাইনান চলচ্চিত্র ও টিভি নাটকসংক্রান্ত শিল্পের উন্নয়ন এবং অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চলের নির্মাণকাজে সাহায্য করার প্রবণতা পরিবর্তিত হয়নি।’

তৃতীয় হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চীনের জাতীয় চলচ্চিত্র থিংক ট্যাংকের মহাসচিব হৌ কুয়াং মিং এসব কথা বলেছেন।

 

সার্বিক চলচ্চিত্রের কার্যক্রম হিসেবে চলচ্চিত্র উত্সব বরাবরই স্থানীয় চলচ্চিত্র ও টেলিভিশন সংস্কৃতি শিল্পকে বেগবান করার একটি পদ্ধতি। শুধু তাই নয়, চলচ্চিত্র উত্সব স্থায়ী সাংস্কৃতিক ল্যান্ডম্যার্কের সবচে ইতিবাচক প্রতীকও বটে। তাই হাইনান দ্বীপে অবাধ বাণিজ্য বন্দর নির্মাণের প্রেক্ষাপটে হাইনান দ্বীপের চলচ্চিত্র উত্সব চলচ্চিত্র শিল্পকে বেগবান করার গুরুত্বপূর্ণ পদ্ধতি। পাশাপাশি, মানসিক সংস্কৃতি নির্মাণের কাজ প্রতিষ্ঠার মূল পদ্ধতির মধ্যে অন্যতম এটি।

 

এ পর্যন্ত হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব মাত্র তিনবার অনুষ্ঠিত হয়েছে। তরুণ এ চলচ্চিত্র উত্সব সত্ত্বেও হাইনান দ্বীপের চলচ্চিত্র সংস্কৃতি ও শিল্পের কাঠামোর দিক থেকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে।

গত শতাব্দীর ৫০ থেকে ৭০ দর্শকে অনেক চলচ্চিত্র হাইনানে শুটিং করা হয়। এসব চলচ্চিত্র হাইনানের বিপ্লবী ইতিহাসের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়।

নতুন যুগে চলচ্চিত্র উন্নয়নের সময় হাইনানে চলচ্চিত্র নির্মাণের নতুন ঢেউ দেখা যায়। বিশিষ্ট ভৌগলিক সুবিধা এবং দর্শনীয় স্থানের সুযোগে আর্থিক নির্মাণের ভিত্তিতে হাইনান অনেক চলচ্চিত্র, টিভি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান শুটিংয়ের জায়গা হয়ে ওঠে।

 

ব্যাপক চলচ্চিত্র ও টিভিনাটক প্রকল্প স্থানীয় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের উন্নয়ন এগিয়ে নিতে সক্ষম হয়েছে। যেমন, চলচ্চিত্র ও টেলিভিশন ঘাঁটি এবং অ্যানিমেশন ঘাঁটি এখানে ধীরে ধীরে গড়ে উঠেছে। গত বছর হাইনান চলচ্চিত্র একাডেমির নির্মাণকাজও শুরু হয়েছে। ভবিষ্যতে এই স্থান চলচ্চিত্র ও টিভিনাটকসংশ্লিষ্ট মেধাবীদের প্রশিক্ষণের আকর্ষণীয় স্থানে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

 

দেখা যায়, হাইনান চলচ্চিত্র ও টিভিনাটক শিল্পের নির্মাণকাজ প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে। ২০১৮ সালের এপ্রিল মাসে চীন সরকার হাইনান দ্বীপে অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চল প্রতিষ্ঠা করে। ‘চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ হাইনানের সার্বিক সংস্কার ও উন্মুক্তকরণকে সমর্থনের প্রস্তাবে’ সুস্পষ্টভাবে হাইনান দ্বীপে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব আয়োজনের জন্য সমর্থনের প্রস্তাব উত্থাপন করে। আর এভাবেই হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের গোড়াপত্তন হয়।

 

চলতি বছর হলো হাইনান চলচ্চিত্র উত্সব আয়োজনের তৃতীয় বছর। এটি মহামারীর পর শুরু হওয়া প্রথম হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। চলতি বছর মহামারি গোটা চলচ্চিত্র বাজারে আঘাত হেনেছে। এ অবস্থায় সময়মতো উত্সব আয়োজন চলচ্চিত্র বাজার পুনরুদ্ধারে শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে।

 

চলতি বছর চলচ্চিত্র উত্সবের বাজারে এই ইউনিটকে একটি উদাহরণ হিসেবে বলা যায়। H!Future  নামে নতুনদের অ্যাওয়ার্ড, H!Action নামে ভেনচার ক্যাপিটাল ও H!Market নামে নেট চলচ্চিত্র সপ্তাহ ছাড়াও, আরো রয়েছে নতুন চলচ্চিত্র জনপ্রিয় করে তোলার ইউনিটসহ বেশ কয়েকটি কার্যক্রম। এসব কার্যক্রম বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পের সংস্থাগুলোর জন্য চলচ্চিত্রের প্রকল্পের সহযোগিতা ও কপিরাইটের বাণিজ্যবিষয়ক আন্তর্জাতিক প্লাটফর্ম স্থাপন করার পাশাপাশি, নতুন চলচ্চিত্র প্রচারের প্লাটফর্মও সৃষ্টি করতে সক্ষম।

 

বাজারের উন্নয়ন বেগবান করা ছাড়াও, মানসিক সংস্কৃতির নির্মাণ হলো হাইনান চলচ্চিত্র উত্সবের সাংস্কৃতিক শিল্প উন্নয়নের আরেকটি প্রধান উদ্দেশ্য।

হাইনান প্রদেশের চলচ্চিত্র ব্যুরোর প্রধান ও হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মহাসচিব ফু শুয়েন কুও বলেন, যুক্তরাষ্ট্রের হলিউড আছে, ভারতের বলিউড আছে, ভবিষ্যতে আমাদের হাইলিউড কি হবে?

 

‘হাইলিউড’ নির্মাণ করতে চাইলে পূর্ণাঙ্গ ও পরিপক্ব চলচ্চিত্র শিল্পের ব্যবস্থার পাশাপাশি, সংস্কৃতি নির্মাণে চলচ্চিত্রের ভূমিকাও পুরোপুরিভাবে প্রকাশিত হতে হবে। সাফল্যের সঙ্গে ‘হাইলিউড’ প্রতিষ্ঠা করতে চাইলে বাজারের সুশৃঙ্খল উন্নয়ন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের বিষয়ও থাকতে হবে। শ্রেষ্ঠ বিষয়ের পিছনে মেধাবীদের প্রশিক্ষণ ও লালন-পালন জরুরি। হাইনান চলচ্চিত্র উত্সবে নতুন প্রকল্পকে সমর্থন করা এবং নতুন সৃষ্টিকারীদের  পুরস্কার দেওয়া হয়। এ বিষয়টি স্বীকার করতে হবে যে, চলচ্চিত্র হলো ব্যয়বহুল শিল্প। মানসিক ও সাংস্কৃতিক বিষয়ের সৃষ্টি ও প্রকাশনার দৃঢ় আর্থিক ভিত্তি থাকতে হবে।

 

চলচ্চিত্র উত্সব আয়োজন ও উন্নয়নের সঙ্গে সঙ্গে হাইনান চলচ্চিত্র উত্সব হাইনান প্রদেশের নতুন সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হয়ে উঠছে।

 

(লিলি/তৌহিদ/শুয়ে)