ভারতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে
2020-11-21 19:11:01

নভেম্বর ২১: গতকাল (শুক্রবার) ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে যায়। এক্ষেত্রে ভারতের আগে আছে কেবল যুক্তরাষ্ট্র। এদিকে, ভারতে কোনো কোনো এলাকায় মহামারীর বিস্তার রোধ করতে নতুন প্রতিরোধক ব্যবস্থা জারি করা হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ২০ নভেম্বর প্রকাশিত তথ্য অনুসারে, তথ্য প্রকাশের আগের ২৪ ঘন্টায় দেশে নতুন করে ভাইরাসে আক্রান্ত হন ৪৫৮৮২ জন। দেশটিতে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।
১৯ নভেম্বর পর্যন্ত ভারতে মোট ১৩ কোটি লোকের ভাইরাস টেস্ট করা হয়। ১৯ নভেম্বর এক দিনেই টেস্ট করা হয় ১০ লাখ ৮০ হাজার জনের।
মহামারীর বিস্তার রোধ করতে নয়াদিল্লির স্থানীয় সরকার ১৭ নভেম্বর এক ঘোষণায় ৫০ জনের বেশি লোকের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর আগে এ সংখ্যা ছিল ২০০। পাশাপাশি, মাস্ক না-পরার জন্য জরিমানা ২ হাজার রুপিতে উন্নীত করা হয়েছে। কোনো কোনো অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য কারফিউও জারি করা হয়েছে। (আকাশ/আলিম/রুবি)