‘ফাইভ আইজ এলায়েন্স’ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের হংকংবিষয়ক বিবৃতির তীব্র নিন্দা চীনের
2020-11-21 19:11:26

নভেম্বর ২১: ব্রিটেনে চীনা দূতাবাসের মুখপাত্র গত বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড—ফাইভ আইজ এলায়েন্সের এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক যৌথ বিবৃতিতে হংকংয়ের আইনপ্রণেতাদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা পুনর্বিবেচনা করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ আহ্বান চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সামিল। চীন এর নিন্দা করে ও তীব্র বিরোধিতা জানায়।

মুখপাত্র আরও বলেন, চীন-ব্রিটেন যৌথ ঘোষণার অজুহাতে এখন আর হংকংয়র ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ নেই। সেই ঘোষণার উদ্দেশ্য ছিল হংকংকে চীনের অধীনে পুনরায় নিয়ে আসা। হংকং চীনের অধীনে পুনরায় আসার পর সেই ঘোষণার এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই। এই বাস্তবতায়, ব্রিটেনসহ সংশ্লিষ্ট সকল দেশের উচিত স্নায়ুযুদ্ধে মানসিকতা পরিত্যাগ করা এবং হংকংকে ইস্যু বানিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা। (আকাশ/আলিম/রুবি)