ভেং লিং
2020-11-20 16:04:31

ভেং লিং

ভেং লিং, ১৯৬৯ সালের ২ ফেব্রুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সঙ্গীত মহলের একজন নারী কন্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৮৮ সালের জুলাই মাসে ভেং লিং সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সঙ্গীতের জগতে আনুষ্ঠানিকভাবে পা রাখেন। এখন শুনুন ভেং লিং-এর গান ‘সেই সময় ফিরে যাবো’। গানের কথা এমন: শত ভালোবাসলেও অবশেষে পরিবর্তিত হবে/ তখন আমাদের ভালোবাসা ছিল, এখন আর তা দেখা যায় না/  আবারও আগের সময়ে ফিরে যাবো, আবারও তখনকার মতো মিষ্টি কথা শুনবো, আবারও মিলনের পর সেই অনুভূতি আরো গভীর হবে।

 

এখন শুনুন ভেং লিং-এর আরেকটি গান, গানের নাম ‘রাতের বাতাসের ঐকতান’। গানের কথা এমন: বাতাসের ঐকতানের  শব্দ আমার মনের কথার মতো, এই শব্দ থেমে যায় না/ তুমি আজ রাতে কোথায় আছো?/ তোমার প্রিয়জন কি খুঁজে পেয়েছো?/ তোমার প্রিয়জন এখন আর আমি নই, কিন্তু আমার ভালোবাসা কিভাবে বন্ধ করা যাবে?

 

এখন শুনুন ভেং লিং-এর গান ‘আমার নিজের একটি দুনিয়া আছে’। গানের কথা এমন: আমি কখনই নিয়ন্ত্রণে থাকি না, আমি নিজেকে বিশ্বাস করি/ আমার দুনিয়ায় নীল আকাশ সাদা মেঘ আছে, তুমি আমার স্বপ্নকে আরো রঙিন করেছো/ আমার দুনিয়ায় আমি তোমার সঙ্গে থাকবো।

 

এখন শুনুন ভেং লিং-এর গান ‘আমার চোখ, আমার অশ্রু’। গানের কথা এমন: কিছুই শুনতে চাই না, কিছুই ভাবতে চাই না, তুমি সবকিছুই দেওনি/ তুমি ত্যাগ করেছো, আমাকে ভালোবাসা কি এতো কঠিন?/ আমার চোখ, আমর অশ্রু, তোমার চেয়ে আমি কতো বেশি ভালোবাসি!

 

এখন শুনুন ভেং লিং-এর গান। গানের নাম ‘শুধু তোমার জন্যই’। গানের কথা এমন: আগের আমি, মানুষের ভিরে পথ হারিয়ে ফেলি/ আমার ভবিষ্যত কোথায়, কে জানে!/ তোমার কারণেই, আমি আত্মবিশ্বাস ফিরে পাই/ তোমার জন্যই, তোমার জন্যই, আমার জীবন সুন্দর হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ভেং লিং-এর আরেকটি গান, গানের নাম ‘বন্দি পাখি’। গানের কথা এমন: আমিই তোমার বন্দি পাখি/ আকাশ কতো উঁচু! সব ভুলে যাই/ যদি তোমার দেয়া ছোট দুর্গ ছেড়ে দিই, তাহলে কার ওপর নির্ভর করতে পারি?/ আমি তোমার বন্দি পাখি, পাওয়া ভালোবাসা আরও কমে যায়।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ভেং লিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)