গালা
2020-11-18 13:52:23

গালা

গালা, চীনের মূল ভূভাগের একটি রক সঙ্গীত ব্যান্ড। প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ২ জানুয়ারি। ব্যান্ডের চার সদস্য হলেন: সু তুও, সি লিয়াং, সু ই লা এবং ইয়ু চেং।

 

২০০৪ সালে ব্যান্ড প্রতিষ্ঠার পর এর প্রথম অ্যালবাম ‘Young for you’ অনলাইনে প্রকাশিত হয়। ২০০৬ সালে ব্যান্ডটি বেইজিং পপ সঙ্গীত উত্সবে অংশ নেয়। ২০০৮ সালের ২৮ জুন শাংহাইয়ে একটি বিশেষ কনসার্ট আয়োজন করে গালা।

 

২০০৯ সালের ৯ অগাস্ট গালা ব্যান্ডটি প্রথম চাংপেই মালভূমি সঙ্গীত উত্সবে অংশ নেয়। একই বছরের ৩১ ডিসেম্বর ব্যান্ডটি নববর্ষের সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে ব্যান্ডের নতুন গান ‘সঙ্গীতের জগতে প্রবেশের ৪ বছর’ পরিবেশিত হয়।

 

২০১০ সালে গালা’র গান ‘নাবিক পার্ক’ এবং ‘বিমানচালকের গান’ প্রকাশিত হয়। ২০১১ সালের মার্চ মাসে গালা’র গান ‘স্বপ্ন পূরণের সরল হৃদয়’ রিলিজ হয়। এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

 

২০১১ সালের ১০ ডিসেম্বর তৃতীয় মিডি সঙ্গীত পুরস্কারে গালা ‘স্বপ্ন পূরণের সরল হৃদয়’ গানটি নিয়ে বার্ষিক শ্রেষ্ঠ রক সঙ্গীতের পুরস্কার লাভ করে। একই বছর গালা দেশের ১১টি শহরে ট্যুর কনসার্ট আয়োজন করে।

 

২০১২ সালের ৮ এপ্রিল গালা চীনের শেনচেন শহরে আয়োজিত ১২তম টপ চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডসের বার্ষিক শ্রেষ্ঠ রক সঙ্গীত ব্যান্ডের পুরস্কার লাভ করে। ব্যান্ডের গান  ‘স্বপ্ন পূরণের সরল হৃদয়’ বার্ষিক শ্রেষ্ঠ রক সঙ্গীতের পুরস্কার পায়।

 

২০১২ সালে গালা’র গান ‘তুষারের মতো সাদা ও সচ্ছ’ এবং ‘ভালো বন্ধু সাধনায় পাওয়া যায়’ প্রকাশিত হয়।

 

২০১৩ সালে গালা সঙ্গীত ব্যান্ড আবারও দেশের ১১টি শহরে ট্যুর কনসার্ট আয়োজন করে। ২০১৪ সালের ১ জানুয়ারি গালা সঙ্গীত ব্যান্ড প্রতিষ্ঠার দশম বার্ষিকীতে ব্যান্ডটি বেইজিংয়ে বিশেষ কনসার্ট আয়োজন করে। একই বছরের মে মাসে গালা বেইজিং, সি আন ও শেনচেন শহরে আয়োজিত স্ট্রবেরি সঙ্গীত উত্সবে অংশ নেয়।

 

২০১৪ সালের ২৯ ডিসেম্বর গালা সঙ্গীত ব্যান্ডের নতুন গানের কনসার্ট চীনে সিয়া মেন শহরে আয়োজিত হয়। ৩১ ডিসেম্বর ব্যান্ডটি চীনের চ্য চিয়াং প্রদেশের নববর্ষের সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের প্রতিনিধিত্বশীল গান ‘Young For You’ এবং ‘স্বপ্ন পূরণের সরল হৃদয়’ পরিবেশন করে।

 

২০১৬ সালে গালা সঙ্গীত ব্যান্ড প্রামাণ্য চলচ্চিত্র ‘শহরের গায়ক’-এ অংশ নেয়।

 

২০১৭ সালের জানুয়ারি মাসে গালা সঙ্গীত ব্যান্ড সনি মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এবং নতুন গান ‘নতুন প্রজন্ম’ প্রকাশ করে।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড গালা’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)